বাড়িতে নিত্যপুজোর সময়ে এই ভুলগুলি করছেন না তো!

প্রত্যেক বাড়িতেই নিত্যদিন সকাল-সন্ধ্যা ভগবানের পুজা করা হয়ে থাকে। সকল বাড়িতেই আলাদা করে ঠাকুরঘর রয়েছে। এটি খুবই পবিত্র একটি স্থান। তবে প্রতিদিন দেবতার আরাধনা করার…

প্রত্যেক বাড়িতেই নিত্যদিন সকাল-সন্ধ্যা ভগবানের পুজা করা হয়ে থাকে। সকল বাড়িতেই আলাদা করে ঠাকুরঘর রয়েছে। এটি খুবই পবিত্র একটি স্থান। তবে প্রতিদিন দেবতার আরাধনা করার পাশাপাশি বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়।

না হলে আপনার অজান্তেই পরিবারে নেমে আসে অশান্তি। অভাব অনটন এবং অমঙ্গল পিছু ছাড়ে না। তবে চলুন দেখে নেওয়া যাক কোন ভুলগুলি ঠাকুরঘরে বা পুজো করার সময় করতে নেই—

   

১) নিত্যদিন যতটা প্রসাদ দরকার ততটাই ভগবানকে নিবেদন করা উচিত। ভুলেও আগে থেকে বেশি প্রসাদ এনে রাখবেন না। । যদি একান্তই বেশি আনা হয় তা হলে তা ঠাকুরঘরে রাখবেন না অন্য কোথাও রাখুন ।

2। পুজোর সময় প্রত্যেকেই আলাদা আলাদা আসন ব্যবহার করবেন।

3। সিংহাসন ছাড়া বিগ্রহ বা ধাতু কোনওভাবেই মাটিতে রাখবেন না।

4। পুজোর সময় আপনি যদি প্রদীপ জ্বালান, অবশ্যই পুজোর শেষে তা নিভিয়ে দেবেন। না হলে সংসারের জন্য খুবই অশুভ।
5। ভুলেও ঠাকপুরঘরে কোনও ক্যালেন্ডার বা মৃত মানুষের ছবি রাখতে নেই। এতে সংসারে কু-নজর পরতে শুরু করে।