সকালেও অবস্থান বিক্ষোভে অনড় হবু ডাক্তাররা,পাশে আছে আমজনতা

সুপ্রিম কোর্টের নির্দেশকে তোয়াক্কা না করেই জুনিয়র চিকিৎসকেরা মঙ্গলবার রাত থেকেই স্বাস্থ্যভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসে পরেছেন৷ তাঁদের দাবি, যতক্ষণ না পর্যন্ত মানা হচ্ছে তাঁরা…

সুপ্রিম কোর্টের নির্দেশকে তোয়াক্কা না করেই জুনিয়র চিকিৎসকেরা মঙ্গলবার রাত থেকেই স্বাস্থ্যভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসে পরেছেন৷ তাঁদের দাবি, যতক্ষণ না পর্যন্ত মানা হচ্ছে তাঁরা এইভাবেই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন৷ জুনিয়র ডাক্তারদের অবস্থানে এসেছেন সিনিয়রেরাও। পাশে থাকার বার্তা দিয়েছেন তাঁরা।

বৃষ্টি উপেক্ষা করেই রাতভোর আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা৷ দাবি পাঁচ দফা৷ সারা রাত পথে বসে কাটানোর পর ভোর হতেই তাঁরা স্লোগান দিতে শুরু করেন, “ভোর হল,দোর খোল,দুয়ারে ডাক্তার এলো রে!” তবে এখানেই শেষ নয়, স্বাস্থ্যভবনের চারিপাশে দুয়ারে সরকারের বিভিন্ন প্রকল্প নিয়েও তাঁরা স্লোগান দিতে থাকেন৷ এই অবস্থান বিক্ষোভে পাশে আছেন বলে আশ্বাস জানিয়েছেন নির্যাতিতার বাবা-মাও৷ পাশাপাশি তিলোত্তমার বাবা এক সাক্ষাৎকারে জানিয়েছেন,একদিন না একদিন প্রশাসনের সুবুদ্ধির উদয় ঘটবে৷ সেই সঙ্গে তিলোত্তমার সঠিক বিচার পাবে৷

   

লালবাজার অভিযানের পরের দিন যে ছবি দেখা গিয়েছিল স্বাস্থ্যভবন অভিযানেও তার অন্যথা হয়নি৷ ভোর হতেই আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ। সকাল সকালই অবস্থানরত জুনিয়র ডাক্তারদের জন্য খাবারের ব্যবস্থা করলেন তাঁরা। সেই সঙ্গে স্বাস্থ্য ভবনের সামনে বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়েছে জুনিয়র ডাক্তারদের জন্য।