ডুরান্ড কাপের ফাইনালে নর্থইস্ট ইউনাইটেডের কাছে পরাজিত হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। সেই ম্যাচেই খেলতে গিয়ে চোট পেয়েছিলেন আলবার্তো রদ্রিগেজ (Alberto Rodríguez)। যারফলে ম্যাচের মাঝেই মাঠ ছেড়ে চলে যেতে হয় এই স্প্যানিশ তারকাকে। যা নিঃসন্দেহে চাপে ফেলে দিয়েছিল সবুজ-মেরুনের রক্ষণভাগকে। সেই সুযোগ কাজে লাগিয়েই ম্যাচে ফিরেছিল প্রতিপক্ষ দল। শেষ পর্যন্ত টাইব্রেকার বাজিমাত করে পেদ্রো বেনালির ক্লাব।
অন্যদিকে গুরুতর চোটের মুখে পড়তে হয়েছিল আলবার্তোকে। যারফলে আইএসএলের প্রথম ম্যাচে কার্যত অনিশ্চিত হয়ে পড়েন এই বিদেশি ডিফেন্ডার। যা নিঃসন্দেহে চিন্তার কারণ হয়ে উঠতে চলেছিল সবুজ-মেরুনের কাছে। তবে সময় এগোনোর সাথে সাথেই ক্রমশ সুস্থ হতে শুরু করেছেন এই ফুটবলার। গত শনিবার থেকেই ফের অনুশীলনে যোগ দিয়েছেন রদ্রিগেজ।
ডুরান্ড ফাইনালের পর মনে করা হচ্ছিল যে বেশ কয়েক সপ্তাহ হয়তো মাঠের বাইরে থাকতে হবে এই ফুটবলারকে। তবে বর্তমানে অনেকটাই ফিট হয়ে উঠেছেন এই তারকা। শনিবার থেকেই বল পায়ে পুরোদমে অনুশীলন করেছেন আলবার্তো রদ্রিগেজ। পুরনো হতাশা ভুলে তাড়াতাড়ি মাঠে ফেরাই এখন অন্যতম লক্ষ্য এই তারকার।
অপরদিকে গত কয়েকদিন ধরেই চুটিয়ে অনুশীলন করছেন জেমি ম্যাকলারেন। বল পায়ে অনুশীলন করার পাশাপাশি রিহ্যাব ও করতে দেখা যায় তাঁকে। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই সবুজ-মেরুন জার্সিতে খেলতে নামবেন এই অজি গোলমেশিন।