WHO: নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আরও বেশি সংক্রামক

ফের এসেছে। নতুন রূপে এসেছে। করোনাভাইরাসের এই ভ্যারিয়েন্টটি আরও বেশি সংক্রামক। এমনই জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। Advertisements হু জানাচ্ছে, ইতিমধ্যে ৫৭টি দেশে ছড়িয়েছে। দক্ষিণ…

who

ফের এসেছে। নতুন রূপে এসেছে। করোনাভাইরাসের এই ভ্যারিয়েন্টটি আরও বেশি সংক্রামক। এমনই জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।

Advertisements

হু জানাচ্ছে, ইতিমধ্যে ৫৭টি দেশে ছড়িয়েছে। দক্ষিণ আফ্রিকায় আবিষ্কৃত ওমিক্রনের নতুন একটি ধরন ‘বিএ.২’ সংস্করণ পাওয়া গেছে। যা আরও বেশি সংক্রামক। একে ওমিক্রনের গোত্রেই ফেলা হতে পারে।

   

হু বিশেষজ্ঞ মারিয়া ফন কেরকোভে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, সংক্রমণ ক্ষমতার বিচারে আগের গোত্রেই ‘বিএ.২’ ধরনকে ফেলা যেতে পারে। ওমিক্রন সংক্রমণের গতি নিয়ে আগেই চিন্তা ছিলো বিশেষজ্ঞদের মনে। এবার চিন্তা বাড়াল এর সাম্প্রতিকতম রূপ। বিজ্ঞানীদের দাবি, নতুন রূপের সংক্রমণ ক্ষমতা টেক্কা দিচ্ছে প্রাথমিক সংস্করণটিকে।

Advertisements

মাত্র ১০ সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রনের সন্ধান পাওয়া যায়। সেই থেকে ঝড়ের গতিতে তা ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। মাত্র আড়াই মাসের মধ্যে ডেল্টাকে সরিয়ে ওমিক্রন করোনার মূল ধরন হয়ে ওঠে। এখন জানা গেল সেই ধরনের ‘দ্বিতীয় প্রজন্মের ধরন’ হিসাবে পরিচিত ‘বিএ.২’ এর সংক্রমণ ক্ষমতা আরও বেশি।