অনেক হল গরম, এবার নিম্নচাপের (Low Pressure) দাপটে ব্যাপক বৃষ্টি ধেয়ে আসছে বাংলার দিকে। আজ শনিবার অর্থাৎ সপ্তাহের শেষ দিন থেকেই কিন্তু আবহাওয়ার বদল ঘটতে শুরু করেছে। এরপর আগামী সোমবার থেকে কলকাতা সহ জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে আইএমডি-ও আজ বাংলা সহ সমগ্র দেশের আবহাওয়া নিয়েও বিরাট আপডেট প্রকাশ করল।
আজ শনিবাসরীয় দুপুরে ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডির তরফে একটি আপডেট জারি করা হয়েছে। বুলেটিনে বলা হয়েছে, উত্তর-পশ্চিম ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে অবস্থিত একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল এবং মধ্য রাজস্থান ও সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে।
এই সিস্টেমগুলি উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামের উপর অত্যন্ত ভারী বৃষ্টিপাত বয়ে আনবে।
জানা গিয়েছে, আজ ৭ সেপ্টেম্বর পূর্ব রাজস্থানে বিচ্ছিন্নভাবে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার বাংলা সহ যে যে রাজ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেগুলি হল উত্তরাখণ্ড, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, কোঙ্কন, গোয়া, কর্ণাটক, কেরালা, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর এবং ত্রিপুরা।
এদিকে আজ শনিবার ও রবিবার তাপমাত্রা কিছুটা বাড়বে এবং জলীয় বাষ্প বাতাসে বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। আজ বৃষ্টি হবে বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বাঁকুড়া জেলায়।
এরপর সোমবার ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং হাওড়াতে। আবার মঙ্গলবার প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে।
These systems are expected to cause extremely heavy rainfall over Coastal Andhra Pradesh & Yanam on 08
September. Isolated very heavy rainfall very likely over East Rajasthan on 07 September.For a detailed forecast kindly refer our press release: https://t.co/MnOBMovuUN (2/3)
— India Meteorological Department (@Indiametdept) September 7, 2024