সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতার ভাইরাল ছবি, সিবিআইকে খতিয়ে দেখার নির্দেশ হাইকোর্টের

আরজি কর (RG Kar case) কাণ্ডের পর থেকেই নির্যাতিতার ছবি ভাইরাল হয়ে যায়। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট থেকে নির্যাতিতার ছবি দিয়ে পোস্ট করা হয়।…

bengal govt moves to high court on rg kar case

আরজি কর (RG Kar case) কাণ্ডের পর থেকেই নির্যাতিতার ছবি ভাইরাল হয়ে যায়। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট থেকে নির্যাতিতার ছবি দিয়ে পোস্ট করা হয়। যারফলে বিক্ষোভের পাশাপাশি ভুয়ো খবর রটে বলে অভিযোগ সিবিআইয়ের। ফলে তদন্ত প্রক্রিয়াতেও প্রভাব ফেলে বলে মনে করছেন গোয়েন্দারা। এই বিষয়টি এবার খতিয়ে দেখতেই সিবিআইকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)। 

প্রতিবাদের রাত দখল ‘সংবিধান সিদ্ধ’, রাজ্যকে খোঁচা মেরে ফের সরব সুখেন্দুশেখর

   

বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আপাতত ওই বিষয়টি সিবিআই খতিয়ে দেখে রিপোর্ট দেবে। আগামী ১৮ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। বৃহস্পতিবার সমাজমাধ্যমের বিতর্কিত ওই পোস্ট নিয়ে প্রধান বিচারপতির মন্তব্য, “এই ধরনের মন্তব্য সমাজের কাছে গ্রহণযোগ্য হওয়া উচিত নয়।” 

যাদের স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে তাদের সাবধান হওয়া উচিত! এই ভুল করলে আপনি বিনামূল্যে চিকিৎসা পাবেন না

গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তাল হয়ে রাজ্য রাজনীতি। নির্যাতিতার বিচারের দাবিতে পথে নেমে বিক্ষোভে সামিল হয় সাধারন মানুষ। রাজ্য পুলিশ তদন্তভার হাতে নিলেও শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশেই তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। তার টানা প্রায় দুসপ্তাহের ওপর তদন্ত তদন্ত করার পর গত সোমবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি।

হাসপাতালে ‘দাদাগিরি’র অভিযোগ, বর্ধমান থেকে কাকদ্বীপে বদলি ‘সন্দীপ ঘনিষ্ট’ বিরূপাক্ষ

তবে তদন্ত যত এগোচ্ছে বিচারের দাবিতে ততই উদগ্রীব হয়ে উঠেছে। যার প্রতিফলন দেখা রাজ্যজুড়ে রাত দখলের মিছিলের মধ্যে দিয়েই।