১৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা আসন্ন মরশুমকে সামনে রেখে একাধিক নিয়মে বদল এনেছে ইন্ডিয়ান সুপার লিগ (ISL) কর্তৃপক্ষ। মূল পরিবর্তনগুলির মধ্যে একটি হল, ভারতীয় প্রশিক্ষকদের ওপর বাড়তি গুরুত্ব দেওয়া।
জেমির চোট প্রসঙ্গে উঠতেই কড়া জবাব দিলেন মলিনা
‘কনকাশন সাবস্টিটিউশন’ নিয়েও নতুন নিয়ম চালু করা হয়েছে। নতুন নীতি অনুযায়ী, প্রতি দলে একটি ম্যাচে ‘ম্যাক্সিমাম অব ওয়ান কনকাশন সাবস্টিটিউশন’ করার অনুমতি দেওয়া হয়েছে। মানে সর্বোচ্চ একজন ফুটবলারকে কনকাশনের কারণে বদল করা যেতে পারে। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, ‘অনুরূপভাবে, প্রতিপক্ষ দল একটি ‘অতিরিক্ত সাসটিটিউশন’ সুযোগ পাবে।
ফ্র্যাঞ্চাইজিগুলিকে এএফসি প্রো লাইসেন্স বা সমতুল্য লাইসেন্সধারী ভারতীয় সহকারী কোচ নিয়োগ বাধ্যতামূলক করেছে আইএসএল।নির্দেশিকায় বলা হয়েছে, ‘যদি প্রধান কোচকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বা নির্দিষ্ট কিছু ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়, তবে ভারতীয় সহকারী কোচ অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসাবে প্রধান কোচের সমস্ত দায়িত্ব পালন করবেন।’
১ রানে ৬ উইকেট! বোলিং কাকে বলে দেখিয়ে দিলেন ২ ভারতীয়
New rules for ISL 2024-25 introduced. Stay tuned on @KhelNow for more details on what’s changing this season! #ISL pic.twitter.com/sbPHafr4to
— Ashish Negi (@7negiashish) September 4, 2024
স্যালারি ক্যাপের ব্যাপারে নতুন নীতি চালু করা হয়েছে। স্যালারি ক্যাপের বাইরে সর্বোচ্চ তিনজনকে রাখা যেতে পারে।