সদ্য দেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। এছাড়াও ২০১৮ সালের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ ফাইনাল দেশকে ট্রফি জেতানোর নেপথ্যের কারন ছিলেন তিনি। তবে এই মুহূর্তে আবার শিরোনামে রাহুল শরদ দ্রাবিড় (Rahul Dravid)। ২০০৮ সালের আইপিএল জেতা রাজস্থান রয়্যালস দলের হয়ে হেড কোচের ভূমিকা পালন করতে চলেছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। রাজস্থান রয়্যালসের হয়ে এই মুহূর্তে হেড কোচের ভূমিকা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার কুমার সাঙ্গাকারা।
বাংলাদেশের বিরুদ্ধে হারের পর আরও চাপে পাকিস্তান! কাটা ঘায়ে নুনের ছিটে
তাঁর ব্যাটিং নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পর থেকে একরকম ভবঘুরে হয়েই ঘুরছেন রাহুল দ্রাবিড়। একবার সংবাদ্মাধ্যমের কাছে মজা করে চাকরি খুঁজে দেয়ার আবদারও করেছিলেন তিনি। এবার তাঁর সেই আবদারই যেন সত্যি হতে চলেছে। এবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্রাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) নতুন কোচ হিসেবে দেখা যেতে পারে তাঁকে।
হয়ে গেল চূড়ান্ত! IPL-এ এই টিমের হয়ে খেলতে পারেন রোহিত
গত কয়েক মরশুম ধরেই রাজস্থান রয়্যালসের প্রধান কোচের পদ শূন্য, সাবেক লঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে (Kumar Sangakkara) অনেকে প্রধান কোচ ভেবে ভুল করলেও তিনি মূলত ডিরেক্টর অব ক্রিকেট পদে আছেন। অন্যদিকে, শেন বন্ড এবং ট্রেভর প্যানি সহকারী কোচের দায়িত্ব পালন করেন।
ধোনি বিতর্কে নিজের বাবাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য যুবরাজের
তবে বিভিন্ন সূত্রমতে বলা হচ্ছে সাঙ্গাকারাকে হয়তো দেখা যাতে পারে ইংল্যান্ডের পুরুষ টিমের জাতীয় দলের প্রধান কোচ হিসেবে। যদিও এ ব্যাপারে বাঁ হাতি সাবেক লঙ্কান ব্যাটার নিজের মতামত প্রকাশ করেননি। তবে ভারতীয় ভক্তদের জন্য এটি অবশই একটি সুসংবাদ। তবে সমস্ত কিছু সত্যি হলে একদা রাজস্থানে খেলা দ্রাবিড় (Rahul Dravid) যে রাজস্থানকে ট্রফি জেতার অন্যতম দাবিদার করে তুলবেন এই নিয়ে দ্বিমত নেই।