“টেস্টে ১০ হাজার রান করতে না পারলে লজ্জা হওয়া উচিত”- কোহলি সম্পর্কে কেন এমন বললেন ভাজ্জি

ভারতীয় ক্রিকেট টিমের সর্বকালের অন্যতম সফল ব্যাটার তিনি। প্রত্যেকটা মুহূর্তে পরিশ্রম করে নিজেকে কিভাবে গ্রেট থেকে গ্রেটেস্টদের কাতারে নিয়ে যেতে হয় বর্তমান যুগে তার অন্যতম…

Harbhajan Singh and virat kohli

ভারতীয় ক্রিকেট টিমের সর্বকালের অন্যতম সফল ব্যাটার তিনি। প্রত্যেকটা মুহূর্তে পরিশ্রম করে নিজেকে কিভাবে গ্রেট থেকে গ্রেটেস্টদের কাতারে নিয়ে যেতে হয় বর্তমান যুগে তার অন্যতম সেরা দৃষ্টান্ত তিনি। আর এই বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে মন্তব্য করে সমাজমাধ্যমে ফের বিতর্কে জড়ালেন প্রাক্তন ভারতীয় অফস্পিনার হরভজন সিং (Harbhajan Singh)। এদিন দেশের প্রাক্তন ক্রিকেটার তরুবর কোহলির এক পডকাস্টে ভাজ্জি বলেন, “বিরাটের টেস্ট অভিষেক খুব একটা ভালো হয়নি। অভিষেকে ওয়েস্ট ইন্ডিজ পেসার ফিডেল এডওয়ার্ডস ওকে গতিতে বিব্রত করছিল। ড্রেসিংরুমে এসে হতাশ দেখায় বিরাটকে। আমি তখন ওকে বলি তোমার মধ্যে টেস্টে ১০ হাজার রান করার দক্ষতা রয়েছে। যদি না পার, সেটা তোমার দোষ।”

Advertisements

আর কয়েকদিন পরেই শুরু হতে চলছে ভারতের টেস্ট ক্রিকেটের কর্মসূচী। অবশ্য একসঙ্গে টানা এক প্রতিপক্ষের বিরুদ্ধে নয়, তিনটি আলাদা দলের সঙ্গে মোট ১০টি টেস্টের সিরিজ খেলবে ভারতীয় দল। তবে অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতীয় দলের সাফল্য অনেকটাই নির্ভর করবে বিরাট কোহলির ওপর। কারণ দলে ব্যাটারদের মধ্যে রোহিত শর্মাকে বাদ দিলে ভারতের সবথেকে অভিজ্ঞ ব্যাটারই হলেন বিরাট কোহলি (Virat Kohli)। তবে কবে বিরাট কোহলির ১০ হাজার টেস্ট রান পূর্ণ হবে ? এই প্রশ্নের উত্তর পাওয়া গেল ‘দ্য টার্বুনেটর’এর কাছে।

   

বীরেন্দ্র সেওয়াগের চোটের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক বিরাটের। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ম্যাচে ওপেন করেছিলেন ভারতের এই অন্যতম সেরা ক্রিকেটার। তবে একদিনের ক্রিকেটে অভিষেক হলেও টেস্ট ক্রিকেটই যে আসল, সেটা বুঝতে খুব একটা দেরি হয়নি কোহলির। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেকে ভালো পারফর্ম করতে না পারায় নিজের উপরই সন্দেহ জেগেছিল তাঁর। ভারতীয় বিশ্বকাপজয়ী তারকার কথায়, “ওর টেস্ট কেরিয়ারের একদম শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রান পাচ্ছিল না। বারবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ফিডেল ওডওয়ার্ডস ওকে হয় বোল্ড করছিল নয় শর্ট বলে আউট করছিল। স্বাভাবিকভাবেই মন খারাপ ছিল বিরাটের,আমায় তখন জিজ্ঞাসা করেছিল ও আদৌ ভালো ব্যাটার কিনা? আমি তখন ওকে বলেছিলাম একটা কথা। বিরাটকে বলেছিলাম, যদি তুমি টেস্ট ক্রিকেটে ১০ হাজার রান করতে না পারো তাহলে তোমার নিজের ওপর লজ্জা হওয়া উচিত। তোমার মধ্যে যোগ্যতা আছে ১০ হাজার রান করার, সেটা করতে না পারলে এর জন্য তুমি নিজেই দায়ি থাকবে।”

Advertisements

অলিম্পিকে অংশ নেওয়া প্রেমিকার গায়ে আগুন ধরিয়ে দিলেন প্রেমিক

তবে বিশ্ব ক্রিকেটে প্রফেশনালিজম, ক্রিকেটীয় সেন্স , পরিশ্রমের বিচারে এখনকার ক্রিকেটারদের বিচার করলে নিঃসন্দেহে বিরাট কোহলি (Virat Kohli) থাকবেন সবথেকে উপরের দিকে। এদিন হরভজন (Harbhajan Singh) আরো বলেন, “ও এমন একজন ক্রিকেটার যাকে দীর্ঘদিন মানুষ মনে রাখবে। ও ভারতীয় ক্রিকেট খুব বড় ছাপ রেখে গেছে, যেটা চিরকাল থাকবে।”