ফের একবার শিরোনামে উঠে এলেন তৃণমূল (TMC) বিধায়ক লাভলী মৈত্র। আর এবারে তিনি যা মন্তব্য করলেন তা শুনে সকলেই রীতিমতো অবাক হয়ে গেলেন। এবার তিনি আরজি কর (RG Kar Case)-কাণ্ডে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কসাইয়ের সঙ্গে তুলনা করলেন। হ্যাঁ ঠিকই শুনেছেন।
এমনিতে বাংলা তথা সমগ্র দেশজুড়ে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে। সমাজের সব ধরনের মানুষ এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। সুর চড়িয়েছেন শাসক বিরোধী দলের নেতা মন্ত্রীরা সকলেই। কিন্তু শাসক দল তৃণমূলের নেতা নেত্রীদের কু কথার ধারাবাহিকতা যেন থামারই নাম নিচ্ছে না। এবার এই তালিকায় নাম লেখালেন লাভলী মৈত্র (Lovely Moitra)। তিনি চিকিৎসকদের কসাইয়ের সঙ্গে তুলনা করেছেন।
নিজের এক্স হ্যান্ডেলে বিজেপি নেত্রী কেয়া ঘোষ (Keya Ghosh)। তিনি লাভলী মৈত্রের একটি ভাষণের ক্লিপ শেয়ার করেন। তারপর লেখেন, ‘এবার চিকিৎসকদের কসাইয়ের সঙ্গে তুলনা করলেন তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র! আশা করি ঈশ্বর না করুন যদি লাভলী মৈত্র অসুস্থ হয়ে পড়েন, তবে তিনি তার চিকিৎসার জন্য এই “কসাইদের” কারও কাছে যাবেন না। আমি কি উল্লেখ করেছি যে তাঁর স্বামী তৃণমূল সরকারের অধীনে কর্মরত একজন আইপিএস অফিসার?’
কেয়া ঘোষ অপর আরেকটি পোস্ট করেন। যেখানে লাভলী মৈত্রকে তীব্র হুঁশিয়ারি দিতে শোনা যায়। সোনারপুর দক্ষিণের তৃণমূল কংগ্রেস বিধায়ক লাভলী মৈত্র বলেন, ‘বদল তো ২০১১-তে হয়েছিল। ২০২৪-এ বদলাও হবে। হবে তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি কেউ আঙুল তোলে সেই আঙুল কী করে নামাতে হয় আমরা খুব ভালো জানি।
TMC MLA Lovely Maitra now compares Doctors with butchers !
Sincerely hope if god forbid Lovely Moitra falls ill, she won’t go to any of these “butchers” for her treatment.
Also did i mention that her husband is an IPS officer serving under TMC Govt? pic.twitter.com/hG3ieK6nzi— Keya Ghosh (@keyakahe) September 2, 2024
Lovely Maitra Part-2
MLA madam did not only stop at calling Doctors as butchers. She claims she knows how to “lower” the fingers pointing at Mamata Banerjee. pic.twitter.com/U6cAPCtFPH— Keya Ghosh (@keyakahe) September 3, 2024