১০ সেকেন্ডে গোল, ‘আই লিগ’ অভিযান শুরু করল ডায়মন্ড হারবার

জয় দিয়ে তৃতীয় ডিভিশন আই লিগ (I League 3) অভিযান শুরু করল ডায়মন্ড হারবার এফসি (DHFC)। মঙ্গলবার সকালে নৈহাটির মাঠে সহজ জয় পেয়েছে কিবু ভিকুনার…

I League 3 DHFC

জয় দিয়ে তৃতীয় ডিভিশন আই লিগ (I League 3) অভিযান শুরু করল ডায়মন্ড হারবার এফসি (DHFC)। মঙ্গলবার সকালে নৈহাটির মাঠে সহজ জয় পেয়েছে কিবু ভিকুনার দল। গাজিয়াবাদ সিটি এফসির বিরুদ্ধে ৩-০ গোলে জয়লাভ করেছে ডায়মন্ড হারবার এফসি।

   

সুয়ারেজ অবসর নিচ্ছেন, একই পথে রোনালদো?

কলকাতা ফুটবল লিগের পর আই লিগ থ্রি-তে অভিযান শুরু করল ডায়মন্ড হারবার এফসি। নিজেদের ফর্ম বজায় রেখেছে দল। গাজিয়াবাদ সিটি এফসির বিরুদ্ধে একপেশে ম্যাচ খেলে এসেছে পুরো পয়েন্ট। গোল তিনটি করেছেন যথাক্রমে নরহরি শ্রেষ্ঠা, জবি জাস্টিন ও গিরিক খোসলা। বিরতির আগে ২-০ গোলে এগিয়ে ছিল ডায়মন্ড হারবার এফসি। দ্বিতীয়ার্ধে হয়েছে একটি গোল।

এবারের কলকাতা ফুটবল লিগ জয়ের অন্যতম দাবিদার ডায়মন্ড হারবার এফসি। ১২ ম্যাচ খেলে টুর্নামেন্টে একটিও ম্যাচ হারেনি। ১০টি ম্যাচে জয়, ড্র দু’টি ম্যাচে। জবি জাস্টিন নিজেকে নতুন করে চেনাচ্ছেন। চলতি কলকাতা ফুটবল লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে রয়েছেন তিনি। আই লিগ ৩-এর ম্যাচেও গোল পেলেন জবি জাস্টিন।

গাজিয়াবাদ সিটি এফসির বিরুদ্ধে ম্যাচে শুরু হওয়ার ১০ সেকেন্ডের মধ্যে গোল তুলে নিয়েছিল ডায়মন্ড হারবার। গোল করেন নরহির। এরপর ৯ মিনিটের মাথায় জবির গোল। বাংলার এই দলের সঙ্গে এদিন এঁটে উঠতে পারেনি গাজিয়াবাদ সিটি এফসি। নৈহাটির মাঠ জুড়ে পাসিং ফুটবল খেলেছেন কিবু ভিকুনার ছাত্ররা। নিজেদের মধ্যে ছোট পাস খেলার পাশাপাশি ডায়মন্ড হারবার এফসির ক্রস ফিল্ড পাসের মাধ্যমে চাপ বাড়িয়েছিল প্রতিপক্ষ দলের ওপর।

লা লিগায় জোড়া গোল করে সমালোচকদের জবাব দিলেন এমবাপে

প্রথমার্ধ্বে খুব বেশি আক্রমণ গড়ার সুযোগ পায়নি উত্তর প্রদেশের দলটি। বিরতির পর তারা ম্যাচে ফেরার চেষ্টা করেছিল। আদায় করে নিয়েছিল কিছু সেট পিস। তাতে অবশ্য কাজের কাজ হয়নি। ৫৬ মিনিটে গিরিকের গোল ডায়মন্ড হারবার এফসির জয় নিশ্চিত করে।