ভারতকে আটকাতে মরিয়া মরিশাস, কী বললেন গুইলাম মৌলেক?

কিছু ঘন্টার অপেক্ষা মাত্র। তারপরেই হায়দরাবাদের গাছিবাউলি স্টেডিয়ামে শুরু হবে ইন্টারকন্টিনেন্টাল কাপ (Intercontinental Cup)। যেখানে প্রথম ম্যাচে ভারতীয় ফুটবল দলের মুখোমুখি হবে মরিশাস। ফিফা তালিকার…

Coach Guillaume Moullec

কিছু ঘন্টার অপেক্ষা মাত্র। তারপরেই হায়দরাবাদের গাছিবাউলি স্টেডিয়ামে শুরু হবে ইন্টারকন্টিনেন্টাল কাপ (Intercontinental Cup)। যেখানে প্রথম ম্যাচে ভারতীয় ফুটবল দলের মুখোমুখি হবে মরিশাস। ফিফা তালিকার পাশাপাশি খাতায় কলমে মরিশাসের থেকে অনেকটাই এগিয়ে ব্লু-টাইগার্স। তবে সেইসব দিকে গুরুত্ব দিতে নারাজ মরিশাস কোচ গুইলাম মৌলেক (Guillaume Moullec)। প্রতিপক্ষ দল শক্তিশালী হলেও নিজেদের সেরাটা দিতে প্রস্তুত অ্যাশলে নাজিরা সহ দলের অন্যান্য ফুটবলাররা।

ম্যাচের আগেরদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে মৌলেক বলেন, “আমরা আমাদের দলকে সবরকম ভাবে প্রস্তুত করার চেষ্টা করেছি। এই ম্যাচটির আমাদের অন্যতম উদ্দেশ্য হল পরবর্তী ক্ষেত্রে দলকে প্রস্তুত করা।” সেইসাথে ভারতীয় দলের প্রসঙ্গে তিনি বলেন, “আমরা ভারত নিয়ে যথেষ্ট পড়াশোনা করেছি। তাঁরা সত্যিই খুব ভালো দল। ভারত যেভাবে খেলে আমরাও সেভাবে খেলতে চাই। আমাদের নিজস্ব পরিকল্পনা রয়েছে‌। আমরা এখানে জিততে এসেছি।”

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় দলের সাথে খেলবে মরিশাস। তারপর আগামী ৬ই সেপ্টেম্বর শক্তিশালী সিরিয়া দলের বিপক্ষে খেলতে হবে তাঁদের। দুই ম্যাচ যে খুব একটা সহজ নয় সেটা ভালো মতোই জানেন মৌলেক। তবুও নিজেদের সেরাটা দিয়ে খেতাব জয়ের পরিকল্পনা এই ফুটবল দলের। সেক্ষেত্রে লড়াইটা যে খুব একটা সহজ হবে না তাঁর ইঙ্গিত ও দিয়ে গিয়েছেন মরিশাস কোচ।

Advertisements

গতবছর শক্তিশালী লেবানন দলকে হারিয়ে এই খেতাব জয় করেছিল ব্লু-টাইগার্স। তবে সময়ের সাথে সাথে এবার বদলে গিয়েছে পরিস্থিতি। ইগর স্টিম্যাকের পরিবর্তে মানোলো মার্কুয়েজের হাতে এসেছে দলের দায়িত্ব। তবে আগেরবারের মতো এবারও ট্রফি জয়ের ধারা বজায় রাখতে চান স্প্যানিশ কোচ‌।