প্যারিসে ২০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়লেন প্রীতি পাল

প্যারিস প্যারালিম্পিক্সে (Paralympics 2024) আবারও পদক পেলেন প্রীতি পাল। ১oo মিটারের পর ২০০ মিটার দৌড়েও ব্রোঞ্জ পেলেন উত্তরপ্রদেশের কন্যা। চলতি প্যারিস প্যারালিম্পিক্সে এটি তাঁর দ্বিতীয়…

Preethi Pal

প্যারিস প্যারালিম্পিক্সে (Paralympics 2024) আবারও পদক পেলেন প্রীতি পাল। ১oo মিটারের পর ২০০ মিটার দৌড়েও ব্রোঞ্জ পেলেন উত্তরপ্রদেশের কন্যা। চলতি প্যারিস প্যারালিম্পিক্সে এটি তাঁর দ্বিতীয় পদক। ভারতের ঝুলিতে ষষ্ঠ পদক এনে দিলেন প্রীতি (Preethi Pal)। রবিবার রাতে ৩০.০১ সেকেন্ডে দৌড় শেষ করে তৃতীয় হয়েছেন তিনি। ব্যক্তিগতভাবে এটাই তাঁর সেরা টাইমিং। চলতি বছর কোবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুই ইভেন্টেই ব্রোঞ্জ পেয়েছিলেন তিনি। এবারে প্যারিসেও সেই পারফরম্যান্স ধরে রেখে ইতিহাস গড়লেন তিনি।

Advertisements

চলতি প্যারালিম্পিক্সে মহিলাদের ১০০ মিটারে ব্রোঞ্জ জিতে ভারতকে ট্র্যাক এণ্ড ফিল্ড বিভাগে প্রথম পদক এনে দিয়েছিলেন তিনি। মহিলাদের ১০০ মিটার দৌড়ের টি-৩৫ বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন। ১৪.২১ সেকেন্ড সময় করে পদক জিতেছিলেন প্রীতি (Preethi Pal)। শনিবার বিকেলে প্রথম ভারতীয় হিসাবে প্যারালিম্পিক্সের (Paralympics 2024) ট্র্যাকে ভারতকে পদক জিতিয়ে ইতিহাস গড়েছিলেন প্রীতি (Preethi Pal)। ফের দ্বিতীয় পদক পেয়ে ইতিহাস গড়লেন তিনি। এদিন ২০০ মিটার দৌড় শেষ করতে তিনি সময় নিয়েছেন ৩০.০১ সেকেন্ড। তবে ২০০ মিটার ইভেন্টে সোনা জিতেছেন চিনের জিয়া ঝৌ (Xia Zhou) ও রুপো জিতেছেন চিনেরই কিয়ানকিয়ান গুয়োর। অল্পের জন্য রুপো হাতছাড়া হলেও দেশকে পদক এনে দিতে পেরে খুশি প্রীতি।

   

ছোটবেলাতেই সেরিব্রাল পলসিতে আক্রান্ত হয়েছিলেন এই উত্তরপ্রদেশ কন্যা। উত্তরপ্রদেশের মীরটে যেখানে থাকতেন, সেখানকার চিকিৎসা ব্যবস্থা খুব একটা উন্নত ছিল না। ফলে প্রীতির জীবনযাত্রা আরও কঠিন হয়ে ওঠে। কিন্তু দৌড়ের প্রতি তাঁর ভালবাসা একটুও কমেনি। এক সাক্ষাৎকারে একবার তিনি বলেছিলেন, “প্রথম থেকেই দৌড় আমার খুব পছন্দের বিষয়। ফিটনেসের জন্য বেশি ভাল লাগত। আলাদা একটা অনুপ্রেরণা পেতাম।”

Advertisements

তবে রবিবার জোড়া পদক জয়ের পর থেকেই সমাজমাধ্যমে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন প্রীতি পাল (Preethi Pal)। তাঁকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রধানমন্ত্রী লেখেন, “প্যারালিম্পিক্সে দু’টি পদক জিতে সকলকে গর্বিত করেছেন প্রীতি। তাঁর এই জয় ভারতবাসীর কাছে একটি ঐতিহাসিক মুহূর্ত। প্রীতি সকলের অনুপ্রেরণা।”