বিনীত গোয়েলের অপসারণের দাবিতে লালবাজার অভিযান জুনিয়র ডাক্তারদের

আরজি কর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য। দিকে দিকে পথে নেমে প্রতিবাদে সামিল হয়েছে মানুষ। এদিকে সোমবার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারনের দাবিতে লালবাজার অভিযানে নেমেছে…

Junior Doctors Lalbazar abhiyan demand of resingnation of CP

short-samachar

আরজি কর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য। দিকে দিকে পথে নেমে প্রতিবাদে সামিল হয়েছে মানুষ। এদিকে সোমবার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারনের দাবিতে লালবাজার অভিযানে নেমেছে জুনিয়ার ডাক্তারেরা। তাঁদের দাবি, গোটা ঘটনায় পুলিশ নিষ্ক্রিয় ছিল। নির্যাতিতার মৃত্যুর তদন্তে গাফিলতি করেছে পুলিশ। তাঁর দায় কমিশনার বিনীত গোয়েলের। সুতরাং পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে। সেই সঙ্গে ঘটনায় জড়িত অন্যান্যদেরও অপসারন করতে হবে। 

   

আরজি করের প্রতিবাদ, রাজ্যজুড়ে বিজেপির জেলাশাসকের দফতর ঘেরাও কর্মসূচিতে ধুন্ধুমার

এই দাবিতেই সোমবার পথে নামেন জুনিয়র ডাক্তারেরা। এদিন দুপুর ২টোয় কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু করবেন জুনিয়র চিকিৎসকরা। সেখান থেকে লালবাজারে যাবেন তাঁরা। জুনিয়র চিকিৎসকরা আগামী বুধবার রাত ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত সকলকে ঘরের আলো নিভিয়ে রাখার অনুরোধ করেছেন। ওই সময়ে মানববন্ধন করবেন তাঁরা। 

মহিলাদের নিয়ে কুমন্তব্যের জেরে রাতারাতি সাসপেন্ড তৃণমূল নেতা

এদিকে নবান্ন অভিযানের মতোই জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান রুখতে কোনও ত্রুটি রাখতে চায়না পুলিশ। সেইজন্য লালবাজারের আগেই বউবাজার সংলগ্ন বিবি গাঙ্গুলি স্ট্রিট নিশ্ছিদ্র নিরাপত্তার মোড়কে ঢেকে ফেলা হয়েছে। শেকল দিয়ে শক্ত করে বেঁধে ফেলা হয়েছে ব্যারিকেডগুলি। যাতে কোনওভাবেই তা পেরোতে না পারেন বিক্ষোভকারীরা। লাঠি,ঢাল ও কাঁদানে গ্যাস নিয়ে মিছিল রুখতে প্রস্তুত পুলিশ। লাগানো হয়েছে সিসি ক্যামেরাও। 

অন্ধ্র-তেলেঙ্গানায় বন্যায় মৃত ২৭, বিপর্যস্ত ট্রেন চলাচল

তবে এই লালবাজার অভিযান শান্তিপূর্ণভাবে হবে বলেই জানিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্মস ফর ডক্টর্স নামক সংগঠনটি। আরজি কর ছাড়াও রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ থেকে পড়ুয়ারা গাড়িতে করে এসে সমবেত হচ্ছেন মিছিলে। তাঁদের প্রত্যেকের হাতে রয়েছে ‘উই ওয়ান্ট জাস্টিস’ লেখা প্ল্যাকার্ড। যতক্ষণ না পর্যন্ত তাঁদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ তাঁরা আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন বিক্ষোভরত জুনিয়র ডাক্তারেরা।