ডুরান্ড কাপ ফাইনাল এখন অতীত। আসন্ন ইন্ডিয়ান সুপার লিগ থেকেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য মোহনবাগান (Mohun Bagan ) সুপার জায়ান্ট। সেইমতো গত কয়েকদিন পর থেকেই প্রস্তুতি শুরু করবেন বাগান কোচ জোসে মোলিনা। তাঁর আগে দিন তিনেকের ছুটি রয়েছে দলের ফুটবলারদের। সেই সুযোগেই এবার বিদেশে ঘুরতে গেলেন অজি বিশ্বকাপার জেসন কামিন্স (Jason Cummings)। ঘণ্টাকয়েক আগেই নিজের সোশ্যাল সাইট সেই সংক্রান্ত ছবি পোস্ট করলেন এই তারকা।
যেখানে নীল টিশার্ট ও প্যান্টে একটি স্পোর্টস জোনে দেখা যায় এই তারকাকে। কামিন্সের এই ছবি ঘিয়েই রীতিমতো বিতর্ক দেখা দিয়েছে বাগান সমর্থকদের মধ্যে। তাঁর এমন পোস্ট মোটেও ভালো ভাবে নেননি সমর্থকদের একাংশ। উল্লেখ্য, গত ফুটবল মরসুমে দলের আক্রমণভাগে শক্তি বাড়াতে এই অজি ফুটবলারকে সই করিয়েছিল সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। প্রথমদিকে খুব একটা ছন্দ না থাকলেও পরবর্তীতে নিজের পুরনো ফর্মে আসেন তিনি।
সেখান থেকেই একটা সময় উঠে আসেন গোল্ডেন বুটের দৌড়ে। পরবর্তীতে সেটা জেতা সম্ভব না হলেও কামিন্সের খেলা মন জয় করেছিল সকল সমর্থকদের। এবার ও তাই এই তারকার উপরেই ভরসা রেখেছে মোহনবাগান।
Jason Cummings watching the game in Thailand today pic.twitter.com/gzLZLwRatG
— 🇬🇧 𝕮𝕽𝕬𝕴𝕲 🇬🇧 (@trueblues1872) September 1, 2024