শনিবার হাইভোল্টেজ ডার্বি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি ম্যাচে ঝড় তুলেছেন সবুজ মেরুন ফরোয়ার্ড কিয়ান নাসিরি (kiyan nassiri)। ATK মোহনবাগান চলতি ইন্ডিয়ান সুপার লীগের(ISL) দ্বিতীয় লেগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচ জিতেছে প্রাক্তন ফুটবলার জামশেদ নাসিরির ছেলে কিয়ান নাসিরির হ্যাটট্রিকের জোরে,লাল হলুদ ব্রিগেডের বিপক্ষে। গত ISL সঙ্গে চলতি ISL’র দুই ডার্বি ম্যাচ এবং ২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি আই লিগ টুর্নামেন্টের ডার্বি ম্যাচ মিলিয়ে টানা ৫ ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন।
এক লহমায় সবুজ মেরুন জনতার মণিকোঠায় নায়ক বনে গিয়েছেন কিয়ান নাসিরি। শুধু যে ফুটবল মাঠেই বল পায়ে নায়ক, সমর্থকদের “হার্ট থ্রব” হয়ে উঠেছেন তাইই নয় এরই সঙ্গে “হার্ট থ্রব” নিজের প্রিয়তমা তরুণীর।
সামাজিক মাধ্যমে কিয়ান নাসিরি এবং এক তরুণীর বিশেষ অন্তরঙ্গ সময় এই মুহুর্তে ভাইরাল। ভাইরাল হওয়া ওই ক্লিপ্সে দেখা যাচ্ছে এক তরুণীর সঙ্গে ATK মোহনবাগানের ফুটবলার তথা “ভারতীয় ফুটবলের উদীয়মান নক্ষত্র ” কিয়ান নাসিরি উষ্ণতার আলিঙ্গনে জাপটে জড়িয়ে তরুণীর সঙ্গে “লিপ কিসে” আবদ্ধতায় মগ্ন।
“উদ্দ্যাম চলন্ত লাইফ স্টাইল” কিয়ান নাসিরির জীবনের অঙ্গ এবং প্রণয়ের সর্ম্পকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছেন এমন এক বিশেষ মুহুর্ত ধরা পড়ে গিয়েছে ফুটবলার কিয়ান নাসিরির “ইনস্ট্রাগ্রাম” প্রোফাইল থেকে। নিজের ইনস্ট্রাগ্রাম” প্রোফাইলে তরুণীর সঙ্গে বিশেষ অন্তরঙ্গ মুহুর্তের ছবির ক্যাপসনে কিয়ান নাসিরি লিখেছেন,”তাস খেলা ছিল না কিন্তু এখনও একটি রানী টানা।” নিজের ওই পোস্টেই স্বীকারোক্তি কিয়ান নাসিরির যে তিনি তরুণীর উষ্ণতার ছোঁওয়াতে হাবুডুবু খেয়ে চলেছেন।
View this post on Instagram
ভাইরাল হওয়া ওই পোস্ট নিয়ে কৌতুহল এখন চরমে, কেননা যেভাবে কিয়ান নাসিরি সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে হাইভোল্টেজ ডার্বি ম্যাচে নিজের প্রতিভার বিচ্ছুরণ ঘটিয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তাতে করে কিয়ান নাসিরির তরুণীর সঙ্গে অন্তরঙ্গ চুম্বনের মুহুর্ত নিয়েও তোলাপাড়, বিতর্ক আর কৌতুহল কে ওই তরুণী যিনি সবুজ মেরুন জনতার হার্ট থ্রুব কিয়ান নাসিরির হৃদয়ে “চোরি চোরি চুপকে চুপকে” ভালবাসার অমোঘ বন্ধনে বেধে রেখেছেন? বিশেষ ওই ভাইরাল অন্তরঙ্গ মুহুর্তের সঙ্গে কৌতুহল ওই তরুণীকে ঘিরেও কিয়ান নাসিরির “ড্রিম গার্ল” তরুণীটি কে?