রাজ্যে বাড়ল করোনায় মৃতের সংখ্যা ও সংক্রমণের হার

পরপর বেশ কয়েকদিন দেশে করোনার সংক্রমণ ক্রমশই কমছে। রবিবারও এই প্রবণতা অব্যাহত থাকল। একইসঙ্গে এদিন কমেছে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যাও। তবে উদ্বেগ বাড়িয়ে মৃতের সংখ্যা…

Covid 19: Half of the daily corona attacks are in Kolkata

পরপর বেশ কয়েকদিন দেশে করোনার সংক্রমণ ক্রমশই কমছে। রবিবারও এই প্রবণতা অব্যাহত থাকল। একইসঙ্গে এদিন কমেছে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যাও। তবে উদ্বেগ বাড়িয়ে মৃতের সংখ্যা অনেকটাই বেড়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রকাশ করা বুলেটিন থেকে জানা গিয়েছে, শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৪ হাজার ২৮১ জন। শনিবারের তুলনায় সংখ্যাটা সামান্য হলেও কম। তবে এদিন পজিটিভিটির হার কিছুটা বেড়ে হয়েছে ১৪.৫০ শতাংশ। তবে উদ্বেগ বাড়িয়ে শেষ ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৮৯৩ জনের। এই সংখ্যাটাও শনিবারের থেকে কিছুটা হলেও বেশি।

রবিবার করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেশ কিছুটা কমেছে। কয়েকদিন ধরেই কমছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন থেকে জানা গিয়েছে, রবিবার সকাল পর্যন্ত করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৮ লক্ষ ৮৪ ৯৩৭ জন। শনিবারের থেকে এই সংখ্যাটা ১ লক্ষ ১৯ হাজার কম। শেষ ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৫২ হাজার ৭৮৪ জন। মোট আক্রান্তের তুলনায় সংখ্যাটা অনেকটাই বেশি।
পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, দেশের বেশিরভাগ বড় রাজ্যগুলিতে আক্রান্তের সংখ্যা কমেছ। ব্যতিক্রম কেরল। সেখানে শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজারেরও বেশি মানুষ। তবে প্রায় প্রতিটি রাজ্যেই অল্প হলেও বেড়েছে মৃতের সংখ্যা।

রবিবার সকাল পর্যন্ত দেশে ১৬৫ কোটি ৭০ লক্ষ ৬০ হাজার ৬৯২ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর দাবি, এখনও পর্যন্ত দেশে মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৭৫ শতাংশকে টিকা দেওয়া হয়েছে। সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে আসলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মানুষকে সবরকম সর্তকতা বিধি মেনেই চলতে হবে। না হলে নতুন করে সংক্রমণ বাড়বে।