তীর-ধনুক ছেড়ে চম্পাইয়ের হাতে এখন পদ্ম, বিজেপিতে যোগদান ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

বিজেপিতে যোগ দিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। শুক্রবার রাঁচিতে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার উপস্থিতিতে এক জনসভায় গেরুয়া শিবিরে…

Champai Soren Join BJP, বিজেপিতে যোগ দিলেন চম্পাই সোরেন

বিজেপিতে যোগ দিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। শুক্রবার রাঁচিতে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার উপস্থিতিতে এক জনসভায় গেরুয়া শিবিরে নাম লেখালেন ঝাড়খণ্ডের ‘বাঘ’। পদ্ম পতাকা ধরলেন চম্পাইয়ের বহু অনুগামী।

দুর্নীতি মামলায় হেমন্ত সোরেন জেলবন্দি হওয়ার পর ঝাড়খণ্ডের রাজ্যভার উঠেছিল চম্পাইয়ের কাঁধে। তবে হেমন্তের জেলমুক্তির পর মুখ্যমন্ত্রীর কুর্সি হারান তিনি। দলে কোণঠাসা হয়ে পড়েছিলেন। যেভাবে কার্যত জোর করেই তাঁকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তাতে অসন্তুষ্ট ছিলেন চম্পাই। চম্পাই ও হেমন্তের দূরত্ব বাড়িতে থাকে। শেষমেষ বিচ্ছেদ হয়েই গেল। গেরুয়া বাহিনীতে যোগ দিলেন চম্পাই সোরেন।

   

নতমস্তকে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! কেন?

দিন কয়েক আগেও ঝাড়খণ্ড মুক্তি মোর্চায় হেমন্ত সোরেনের পর দ্বিতীয় প্রভাবশালী নেতা হিসেবে উঠে আসত চম্পাইয়ের নাম। ঝাড়খণ্ডকে পৃথক রাজ্য করার দাবিতে চলা আন্দোলনে বড় ভূমিকা নিয়েছিলেন সাত বারের বিধায়ক চম্পাই। কিন্তু মুখ্যমন্ত্রিত্ব হারানোর পর ঝড়খণ্ডের মন্ত্রীও ছিলেন। তবে জেএমএম ছেড়ে তিনি পৃথক দলগঠন করতে পারেন বলে শোনা যাচ্ছিল। শেষমেশ সে পথে না হেঁটে বিজেপিকেই বাছলেন তিনি।

বিধানসভায় ২ ঘণ্টার নামাজের বিরতি বাতিল আসামের মুখ্যমন্ত্রীর!

ভোটের ঠিক আগে আগে চম্পাইয়ের যোগদান নিঃসন্দেহে ঝাড়খণ্ডে শক্তি অনেকটা বাড়িয়ে দিল বিজেপির। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রাজ্যের আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে দাঁত ফোঁটাতে পারেনি গেরুয়া শিবির। চম্পাইয়ের মত প্রভাবশালী আদিবাসী নেতা যোগ দেওয়ায় এবার জেএমএমের ওই ভোটব্যাঙ্কে বড়সড় থাবা বসাতে পারে গেরুয়া শিবির।