CFL 2024: ১০ ম্যাচ খেলে নজর কাড়লেন হাবড়ার সুমন

শেষের দিকে চলতি কলকাতা ফুটবল লিগের (CFL 2024) গ্ৰুপ পর্ব। টুর্নামেন্টে একাধিক দলের অভিযান ইতিমধ্যে শেষ হয়েছে। এবারেও বেশ কয়েকজন বঙ্গ তনয় নজর কেড়েছেন। তাঁদের…

CFL 2024 Suman Dutta

শেষের দিকে চলতি কলকাতা ফুটবল লিগের (CFL 2024) গ্ৰুপ পর্ব। টুর্নামেন্টে একাধিক দলের অভিযান ইতিমধ্যে শেষ হয়েছে। এবারেও বেশ কয়েকজন বঙ্গ তনয় নজর কেড়েছেন। তাঁদের মধ্যে অন্যতম সুমন দত্ত (Suman Dutta)। সার্দান সমিতির এই ফুটবলার লিগের ১২ ম্যাচের মধ্যে খেলেছেন ১০ ম্যাচে।

   

৫ বছরে ভাঙবে সচিনের দু’টি বিশ্বরেকর্ড! রুটের নাগালে ৪ কিংবদন্তির কীর্তি

কলকাতা ফুটবল লিগ ২০২৪-এ বেশ ভাল দল গড়েছিলেন সার্দান সিমিতির কর্তারা। স্কোয়াডে ছিলেন একাধিক নামী ফুটবলার। সুপার সিক্সের জন্য দল যোগ্যতা অর্জন করতে না পারলেও সিমিতির বেশ কয়েকজন ফুটবলার ব্যক্তিগত দক্ষতার জোরে নজর কেড়েছেন। হাবড়ার সুমন দত্ত সার্দান সমিতির হয়ে খেলেছেন ধারাবাহিকভাবে। সুমন মোহনবাগান সেইল অ্যাকাডেমি থেকে উঠে আসা ফুটবলার।

সুরুচি সংঘের বিরুদ্ধে মাঠে নেমেই ভাল পারফরম্যান্স করেছিলেন সুমন। গ্ৰুপ ‘এ’-তে থাকা অন্যতম হেভিওয়েট দল ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে সুমনের খেলা প্রশংসিত হয়েছে। মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধেও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছিলেন। ২৯ অগস্ট ক্লাবের হয়ে টুর্নামেন্টের শেষ ম্যাচেও খেলেছিলেন সুমন। এরিয়ানের বিরুদ্ধে ১-০ গোলে জয়লাভ করে সার্দান সমিতি।

বছর চব্বিশের সুমন মূলত রক্ষণভাগের ফুটবলার হলেও দলের আক্রমণের ক্ষেত্রে অবদান রেখেছেন। জোয়াওঁ ক্যানসেলোর ভক্ত সুমনের নামের পাশে রয়েছে একাধিক গোলমুখী পাস। উয়াড়ী, মহামেডান স্পোর্টিং ক্লাব, আর্মি রেডের সঙ্গে ম্যাচে অ্যাসিস্ট রয়েছে তাঁর।

১০ ম্যাচে ৫৩ ছয়! মেগা নিলামের আগে ভারতীয় ব্যাটারের মেগা পারফরম্যান্স

ভারতের অনূর্ধ্ব ১৯ শিবির ডাক পেয়েছিলেন সুমন দত্ত। তখন দীপক টাংরি ছিলেন সতীর্থ ফুটবলার। ২০১৮ সালে মহামেডান স্পোর্টিং ক্লাবের আইএফএ শিল্ড দলের সদস্য ছিলেন। তার আগে ইউনাইটেড স্পোর্টসের অনূর্ধ্ব ১৯ আই লিগ স্কোয়াড, শিল্ড দলের অংশ ছিলেন। ডিএসকে শিবাজিয়ান্সে থাকার সময় সতীর্থ হিসেবে পেয়েছিলেন ছাঙতে, জেরির মতো বর্তমানের তারকা ফুটবলারদের। সার্দান সমিতির আগে সুমন দত্ত কলকাতা ফুটবল লিগ খেলেছেন এফসিআই, খিদিরপুরের হয়ে।