লাগাতার আক্রমণের পথে না-ও যেতে পারেন মলিনা

তেতে উঠেছে ময়দান। বিগত দু-একদিনে রোদের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ফুটবল উন্মাদনা। কারণ ডুরান্ড কাপের (Durand Cup 2024) ফাইনাল ম্যাচ খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun…

Jose Molina visits Mohun Bagan camp

তেতে উঠেছে ময়দান। বিগত দু-একদিনে রোদের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ফুটবল উন্মাদনা। কারণ ডুরান্ড কাপের (Durand Cup 2024) ফাইনাল ম্যাচ খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। ম্যাচের আগে কোচ হোসে মলিনা (Jose Molina) কেমন অনুশীলন করাচ্ছেন সে দিকে নজর রয়েছে সকলের।

   

নিলামে তৈরি হল ইতিহাস, রেকর্ড মূল্যে হায়দরাবাদে শ্রীলঙ্কান

নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে ম্যাচের আগে গোপনীয়তা অবলম্বন করতে চেয়েছিলেন মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচ হোসে মলিনা। কিন্তু সমর্থকদের উৎসাহে গোপনীয়তার পর্দা কিছুটা হলেও সরে গিয়েছিল। এমনিতে মোহনবাগান ক্লাবে উৎসাহীদের ভিড়। ফাইনালের আগে দলের অনুশীলনকে কেন্দ্র করে সমর্থকদের বাড়তি উন্মাদনা। ফুটবলাররা মাঠে নামার পর অন্য মাত্রা পেয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের অনুশীলন।

নতুন মরশুম শুরু হওয়ার ঠিক আগে ডুরান্ড কাপ। ডুরান্ড কাপ শেষ হওয়ার পর ইন্ডিয়ান সুপার লিগ, এশিয়ান টুর্নামেন্ট। ডুরান্ড কাপ এখন অনেকটা প্রস্তুতির মঞ্চের মতো। ফলত কোচ অহেতুক ঝুঁকি নিতে চাইবেন না। ফুটবলাররা ৯০ মিনিট সমান গতিতে দৌড়োনোর মতো উচ্চতায় নিজেদের এখনও নিয়ে যেতে পারেননি। ফলত একই লয়ে আক্রমণ চালিয়ে যাওয়ার পথ হয়তো মলিনা নেবেন না। টানা আক্রমণ না করে কয়েকটা স্পেলে গোল তুলে নেওয়ার কৌশল অবলম্বন করতে পারেন মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচ।

যেমন ড্রিবল তেমন শট, ভারতে চলে এলেন রয় কৃষ্ণার প্রাক্তন সতীর্থ

মাঝমাঠে বল পজিশন নিজেদের কাছে রেখে আক্রমণে উঠতে পারে মোহনবাগান। সেই সঙ্গে দুই উইং ধরে গতিশীল আক্রমণ গড়ে তোলার চেষ্টায় থাকতে পারে সবুজ মেরুন ব্রিগেড। অনুমান, রক্ষণ গুছিয়ে তবেই আক্রমণে উঠতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট।