প্রতিবেদন, অবশেষে স্বস্তি। পরপর তিনদিন ধরে কমছিল দৈনিক সংক্রমণের (Covid 19) সংখ্যা। শনিবার অ্যাক্টিভ কেস ও করোনা পজিটিভিটির হার দুই’ই ছিল নিম্নমুখী। তবে এদিন মৃত্যুর সংখ্যা বাড়ায় কিছুটা উদ্বেগে রয়েছে স্বাস্থ্যমন্ত্রক। করোনার নতুন স্ট্রেন ওমিক্রনে মৃত্যুর হার তুলনায় কম। কিন্তু তারপরেও গত কয়েকদিন ধরে মৃতের সংখ্যা বেড়ে চলায় স্বাস্থ্যমন্ত্রক কিছুটা উদ্বিগ্ন।
শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন থেকে জানা গিয়েছে, শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৫ হাজার ৫৩২ জন। আক্রান্তের সংখ্যাটা শুক্রবার থেকে কিছুটা কম। এদিন করোনা পজিটিভিটির হার কমে হয়েছে ১৩.৩৯ শতাংশ।
প্রায় সব রাজ্যে কমেছে আক্রান্তের সংখ্যা। তবে বেশ কয়েকটি রাজ্যে শেষ ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় দেশে করোনা কেড়ে নিয়েছে ৮৭১ জনের প্রাণ। মৃতের সংখ্যাটা শুক্রবারের তুলনায় অনেক বেশি।
তবে স্বাস্থ্যমন্ত্রককে স্বস্তি দিয়ে কমেছে অ্যাক্টিভ কেস। এই নিয়ে পরপর বেশ কয়েকদিন করোনা চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমল। শনিবার সকাল পর্যন্ত দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২০ লক্ষ ৪ হাজার ৩৩৩ জন। যা শুক্রবার থেকে এক লক্ষেরও বেশি কম। পাশাপাশি শেষ ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন ৩ লক্ষ ৩৫ হাজার ৯৩৯ জন। আক্রান্তের তুলনায় সুস্থ হয়ে ওঠার সংখ্যা অনেকটাই বেশি।
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন থেকে জানা গিছে শনিবার সকাল পর্যন্ত দেশে ১৬৫ কোটি ৪ লক্ষ ৮৭ হাজার ২৬০ ডোজ টিকা দেওয়া হয়েছে। এদিনই এক সমীক্ষায় জানা গিয়েছে, মা ও বাবা যদি উভয়েই করোনার টিকা নিয়ে থাকেন তাহলে তাঁদের সন্তানদের সংক্রমণের সম্ভাবনা ৭২ শতাংশ কমে যায়। অর্থাৎ বড়দের টিকা নেওয়ার সুবিধা পাচ্ছেন ছোটরাও।