ইন্ডিয়ান সুপার লীগের (ISL) দ্বিতীয় লেগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান (ATK Mohun Bagan) ,প্রতিপক্ষ ইস্টবেঙ্গল ISL টুর্নামেন্টে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণকারী ATK মোহনবাগান-SC ইস্টবেঙ্গল, ফতোর্দার পন্ডিত জওহরলাল নেহেরু (PJN) স্টেডিয়ামে।
২০২১-২২ ISL সেশনের লীগ টেবিলে চোখ বোলালে দেখা যাবে একটা দল লীগ টেবিলের শীর্ষে আছে তো অন্যটা একেবারে নীচে। চলতি আইএসএল টেবিলের দিকে তাকালে স্পষ্ট ধরা দেবে SC ইস্টবেঙ্গল ও ATK মোহনবাগানের মধ্যে দূরত্ব খুব একটা বেশি নয়। এক দল এগারোয়, অন্যরা আট নম্বরে। সবুজ মেরুন ব্রিগেডের কম ম্যাচ খেলে লীগ টেবলে আট নম্বরে থাকার কারণ তিন ম্যাচ স্থগিত হওয়া, কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের জেরে। অবশ্য টুর্নামেন্টের যৌথ আয়োজক প্রতিষ্ঠান AIFF-FSDL পুনঃনির্ধারিত সূচি করে ওডিশা এফসির সঙ্গে ম্যাচ আয়োজন করে হুয়ান ফেরান্দোর ছেলেদের।
ISL২০২০-২১’র দুই ডার্বি ম্যাচ এবং চলতি এই টুর্নামেন্টের প্রথম লেগের ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন। ISL২০২১-২২’র দ্বিতীয় লেগের ডার্বি ম্যাচের রঙ কি হতে চলেছে অজানা দুই দলের টিম ম্যানেজমেন্ট, খেলোয়াড় সঙ্গে অবশ্যই অগণিত জনতার কাছে। এরই মধ্যে ভাইরাল হয়ে উঠেছে ATK মোহনবাগানের টুইট পোস্ট হাইভোল্টেজ ডার্বি ম্যাচ নিয়ে। যা নিয়ে কৌতুহল চরমে। আসুন জেনে নেওয়া যাক ভাইরাল হওয়া ওই টুইট পোস্টটি হল, “আধিপত্যের লড়াই, দাম্ভিকতার অধিকার এবং সম্মানের লড়াই শুরু হচ্ছে আজ সন্ধ্যা ৭.৩০ মিনিটে!
মেরিনারদের উপর আসুন! 💚♥️
#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #HeroISL #ATKMBSCEB “
৩৮১ তম ডার্বি ম্যাচে বল গড়ানোর দিনে ATK মোহনবাগানের টুইটার হ্যান্ডেলে হেডকোচ হুয়ান ফেরান্দোর ডার্বি ম্যাচ নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি হল,”💬 যখন আমি এসসি ইস্টবেঙ্গলের শেষ কয়েকটি খেলা দেখেছিলাম, তখন আমার মনে হয়েছিল যে খেলোয়াড়রা আরও বেশি ফ্রি এবং আরও কমপ্যাক্ট। এটি একটি সহজ খেলা হবে না
বস ডার্বি-মোডে যাচ্ছে! 🤘”
প্রসঙ্গত, ডার্বি ম্যাচের টেম্পারমেন্ট সম্পূর্ণ আলাদা।ডার্বি ম্যাচে যে দল ম্যাচ টেম্পারমেন্ট ধরে রাখতে পারে জয় তাদেরই। পেন্ডুলামের মতোই ডার্বি ম্যাচ ৫০-৫০ এর লড়াই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের (বর্তমানে এসসি ইস্টবেঙ্গল এবং ATK মোহনবাগান আনুষ্ঠানিক নামকরণ) টিমের কাছে।
এককথায়, হাইভোল্টেজ ডার্বি ম্যাচের মনস্তাত্ত্বিক লড়াই, উত্তাপ মাঠের ভিতর খেলা চলাকালীন যতটা, মাঠের বাইরে মনস্তাত্ত্বিক লড়াই সঙ্গে উত্তাপ অনেকটাই বেশি। যে টিম এই চাপ ধরে রেখে ডার্বি ম্যাচের দিন পারফর্ম করবে তারাই ‘কেল্লা ফতেহ’ করতে পারবে।