বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে আগুন লাগল। অগ্নিদগ্ধ হয়ে মৃত এক করোনা রোগী। (Purba Bardhaman)
শনিবার ভোরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের রাধারাণী ওয়ার্ডে আগুন লাগে। সেখানে চিকিৎসাধীন এক কোভিড রোগীর মৃত্যু হয়। তাঁর নাম সন্ধ্যা মণ্ডল। বাড়ি পূর্ব বর্ধমান জেলার গলসিতে।
অভিযোগ, আগুন লাগার সময় নিরাপত্তারক্ষীরা ঘুমিয়ে ছিলেন। খবর পেয়ে হাসপাতালে পৌছায় দমকলের একটি ইঞ্জিন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তদন্ত শুরু হয়েছে।