আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর টেস্ট ক্রিকেট নিয়ে বড় বিবৃতি দিয়েছেন জয় শাহ (Jay Shah)। নিজের মেয়াদকালে টেস্ট ক্রিকেটের অগ্রগতির পথে যা কিছু বাধা হয়ে দাঁড়াচ্ছে সেগুলোও দূর করার চেষ্টা করবেন তিনি।
একেবারে ‘খলনায়ক’! বিরাটকে এবার এই কথাও শুনতে হল
শাহ জানিয়েছেন যে তাঁর মেয়াদকালে তিনি নিশ্চিত করবেন যে টেস্ট ক্রিকেট যেন এই খেলাটির ভিত্তি হয়ে ওঠে। ২০১৯ সাল থেকে বিসিসিআই সচিবের দায়িত্ব পালন করা ৩৫ বছর বয়সী শাহ ১ ডিসেম্বর গ্রেগ বার্কলের জায়গায় কাজ শুরু করবেন। তিনিই হবেন আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান।
বিসিসিআইয়ের জারি করা এক বিবৃতিতে শাহ বলেছেন, ‘টি-টোয়েন্টি সহজাতভাবে একটি উত্তেজনাপূর্ণ ফর্ম্যাট। তবে টেস্ট ক্রিকেটকে সবার কাছে অগ্রাধিকার দেওয়া সমানভাবে গুরুত্বপূর্ণ। কারণ এটি খেলাটির ভিত্তি। ক্রিকেটাররা যাতে দীর্ঘ ফরম্যাটের প্রতি আকৃষ্ট হন সেটা আমাদের নিশ্চিত করতে হবে। এবং আমাদের প্রচেষ্টা এই লক্ষ্যে মনোনিবেশ করা হবে। আমি আমার মেয়াদকালে প্রতিভা অন্বেষণের জন্য একটি পৃথক কর্মসূচি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে চাই এবং এই কর্মসূচিতে সবার সমর্থন আশা করছি।’
Virat Kohli ভুল করেছিলেন বিরাট? ২ বছর পর প্রাক্তন কোচ যা বললেন…
Mr. Jay Shah’s statement on being elected unopposed as Independent Chair of International Cricket Council (ICC)
READ 👇https://t.co/5QE6TtAq4J @JayShah
— BCCI (@BCCI) August 27, 2024
জয় শাহ বিশ্বজুড়ে খেলার মান আরও বাড়ানোর উপর জোর দিতে চাইছেন। বিবৃতি অনুযায়ী, ‘আইসিসি সভাপতি হিসেবে আমার ওপর আস্থা রাখার জন্য আইসিসি সদস্য বোর্ডগুলোর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, বিশ্বজুড়ে আমাদের খেলার মান মান বৃদ্ধি করার জন্য যারপরনাই চেষ্টা করবো।’