নবান্ন অভিযানে সতর্ক পুলিশ, মাঠে নামানো হয়েছে রাজ্যের উচ্চপদস্থ কর্তাদের

নবান্ন অভিযানকে কেন্দ্র করে ক্রমেই বাড়ছে উত্তেজনার পারদ। তাই পরিস্থিতি বিবেচনা করেই বাড়তি সতর্কতা নিয়েছে পুলিশ। মোতায়েন করা হয়েছে ৬০০০-এর বেশি পুলিশ কর্মী। নবান্ন তো…

নবান্ন অভিযানকে কেন্দ্র করে ক্রমেই বাড়ছে উত্তেজনার পারদ। তাই পরিস্থিতি বিবেচনা করেই বাড়তি সতর্কতা নিয়েছে পুলিশ। মোতায়েন করা হয়েছে ৬০০০-এর বেশি পুলিশ কর্মী। নবান্ন তো বটেই হাওড়া সেতু সহ নবান্ন যাওয়ার বহু আগেই ব্যারিকেড দিয়ে আটকে ফেলা হয়েছে রাস্তা। গোটা এলাকায় কড়া নজরদারি বাড়িয়েছে পুলিশ।

নবান্ন অভিযান ঠেকাতে হাওড়া ব্রিজসহ পাঁচ জায়গায় যুদ্ধ সমান সুরক্ষা বলয়

   

‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর ডাকে মঙ্গলবার নবান্ন অভিযানের নেপথ্যে উদ্দেশ্যপ্রণোদিত ‘চক্রান্ত’ রয়েছে বলে দাবি করল পুলিশ। সোমবার পুলিশকর্তারা এ নিয়ে বৈঠক করেন। পুলিশের আশঙ্কা, মহিলা এবং পড়ুয়াদের সামনে রেখে পরিস্থিতি অগ্নিগর্ভ করে তোলার চেষ্টা হবে। ফলে গোয়েন্দা-সহ পুলিশের সব বিভাগকে সতর্ক করা হয়েছে।

অভিযানের আগেই দুর্গে পরিণত হল নবান্ন, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী, ড্রোন

পুলিশের দাবি, নবান্ন অভিযানে সাধারণের ভিড়ে মিশে কিছু দুষ্কৃতী ব্যাপক গোলমাল, অশান্তি, হিংসা, বিশৃঙ্খলা ছড়াতে পারে। আন্দোলনের সামনে মূলত মহিলা এবং ছাত্রছাত্রীদের রেখে এমন কিছু গোলমাল পাকানো বা প্ররোচনা দেওয়ার চেষ্টা হবে, যাতে পরিস্থিতি অশান্ত হয়ে উঠতে পারে। তাই বাড়তি সতর্কতা অবলম্বন করেছে পুলিশ। ভিড়ের মধ্যে সাদা পোশাকে থাকবে পুলিশ। নজর রাখবে প্রতিটি মানুষের ওপর। কোনও সন্দেহজনক কিছু দেখলেই তা রোখার চেষ্টা করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। নবান্নের ভিতরে-বাইরে সাদা পোশাকে টহল পুলিশের

বর্ষার রোষানলে স্তব্ধ গুজরাত, টানা বৃষ্টিতে বিঘ্নিত জনজীবন, জারি লাল সতর্কতা

কী বাড়তি ব্যবস্থা পুলিশের?
নবান্ন অভিযান রুখতে পুলিশ ইন্টেলিজেন্সে বাড়তি তৎপরতা র‌্যাপিড অ্যাকশন ফোর্স, ইএফআর, স্ট্র্যাকো মিলিয়ে থাকবে ২১০০ জওয়ান থাকবেন এসপি, ডিসিপি, কমান্ডান্ট পদমর্যাদার ১৩, এএসপি-এডিসিপি ১৫, ডিএসপি-এসিপি পদের ২২ এবং ইন্সপেক্টর পদের ২৬ জন। এছাড়াও সন্দেহভাজনকে আগেই গ্রেফতার, বন্দি করার মতো একাধিক কৌশল নিতে