প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2024-25) আসন্ন মরসুমের ক্রীড়াসূচি। ডিসেম্বর পর্যন্ত সূচি প্রকাশিত হয়েছে। এবার ইস্টবেঙ্গলের (East Bengal FC) দল খাতায় কলমে অনেকটা শক্তিশালী। দলে প্রতি সমর্থকদের প্রত্যাশা থাকবে অনেকটা। ডিসেম্বর মাসে পাঁচটি আইএসএল ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল এফসি।
বিশ্ব রেকর্ড গড়ল Spain ক্রিকেট টিম, ভারতের কাছেও নেই এই রেকর্ড
ইস্টবেঙ্গল সমর্থকরা ২০২৪-২৫ মরশুমে তাদের প্রিয় দলে ভাল ফলাফলের সম্ভাবনা নিয়ে বেশ আশাবাদী। হেক্টর ইউস্তে, জিকসন সিং, মাদিহ তালাল, দিমিত্রি দিয়ামান্তাকোসের সঙ্গে স্কোয়াডে রয়েছেন ক্লেইটন সিলভা, হিজাজি মাহের ও সাউল ক্রেসপোর মতো তারকারা। ডুরান্ড কাপের শুরুটা যথেষ্ট ভাল করেছিল দল। গ্ৰুপ পর্বের বাধা অতিক্রম করলেও নক আউট পর্বে হেরে টুর্নামেন্টে থেকে ছিটকে যায় দল। সময়ের সঙ্গে লাল হলুদের এই স্কোয়াড আরও ভাল ফুটবল উপহার দেবে বলে আশা করা হচ্ছে।
আসন্ন ইন্ডিয়ান সুপার লিগে কবে কবে রয়েছে ইস্টবেঙ্গল এফসির ম্যাচ?
সেপ্টেম্বর
- ১৪ তারিখ- ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি
- ২২ তারিখ- ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স
- ২৭ তারিখ- ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া (যুবভারতী)
ট্রফি জয়ের আশা জিইয়ে রাখল ইস্টবেঙ্গলের ছোটরা
অক্টোবর
- ৫ তারিখ- ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর এফসি
- ১৯ তারিখ- ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সুপার জায়ান্টস (যুবভারতী)
- ২৩ তারিখ- ইস্টবেঙ্গল বনাম ওডিশা এফসি
নভেম্বর
- ৯ তারিখ- ইস্টবেঙ্গল বনাম মহামেডান স্পোর্টিং ক্লাব (যুবভারতী)
- ২৯ তারিখ- ইস্টবেঙ্গল বনাম নর্থ ইস্ট ইউনাইটেড এফসি (যুবভারতী)
মাথায় ঝুলছে খুনের মামলা, মাঠে শাকিবের বিশ্ব রেকর্ড
ডিসেম্বর
- ৭ তারিখ- ইস্টবেঙ্গল বনাম চেন্নাইয়িন এফসি
- ১২ তারিখ- ইস্টবেঙ্গল বনাম ওডিশা এফসি (যুবভারতী)
- ১৭ তারিখ- ইস্টবেঙ্গল বনাম পঞ্জাব এফসি (যুবভারতী)
- ২১ তারিখ- ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর এফসি (যুবভারতী)
- ২৮ তারিখ- ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ এফসি