গুরুতর অসুস্থ ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়

গুরুতর অসুস্থ ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee)। নিয়ে যাওয়া হচ্ছে এসএসকেএম হাসপাতালে। ইতিমধ্যে হাসপাতালে শুরু হয়েছে তৎপরতা। গ্রিন করিডরে করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। সূত্র…

গুরুতর অসুস্থ 'গীতশ্রী' সন্ধ্যা মুখোপাধ্যায়

গুরুতর অসুস্থ ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee)। নিয়ে যাওয়া হচ্ছে এসএসকেএম হাসপাতালে। ইতিমধ্যে হাসপাতালে শুরু হয়েছে তৎপরতা। গ্রিন করিডরে করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। সূত্র মারফত খবর, বুধবার রাত থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

Advertisements

পরিবার সূত্রে খবর, সন্ধ্যার ফুসফুসে সংক্রমণ আরও বেড়েছে। ফোন করে তাঁর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হাসপাতালে তৈরি হচ্ছেন চিকিৎসকের দল। এহেন ঘটনায় শিল্পী মহলে চিন্তার কালো ছায়া বিরাজ করেছে।  

   

 দীর্ঘ সাত দশকেরও বেশি সময় ধরে বাংলা-সহ একাধিক ভাষায় গেয়েছেন কয়েক হাজার গান। সম্প্রতি এই প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়কে (Sandhya Mukherjee) চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রী দেওয়ার কথা জানানো হয়। কিন্তু এই কিংবদন্তি শিল্পী বিনয়ের সঙ্গেই সেই সম্মান প্রত্যাখ্যান করে দেন। মোদি সরকারকে ফোনেই শিল্পী স্পষ্ট জানিয়ে দেন, তাঁর এই সম্মানের কোনও প্রয়োজন নেই। তাঁর পরিবারের পক্ষ থেকে এই কথা জানানো হয়।

 

Advertisements

মঙ্গলবারই পদ্ম প্রাপকদের তালিকা প্রকাশ করে কেন্দ্রীয় সরকার। ওই তালিকায় রয়েছে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের নাম। তালিকা প্রকাশের পর মঙ্গলবার শিল্পীর কলকাতার বাড়িতে দিল্লি থেকে ফোন করা হয়। শিল্পীকে জানানো হয়, তাঁকে এবার পদ্মশ্রী সম্মান দেওয়া হচ্ছে। কিন্তু দিল্লিতে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিকে এই প্রবীণ শিল্পী সরাসরি জানিয়ে দেন, তাঁর পদ্মশ্রী সম্মানের কোনও প্রয়োজন নেই। মানুষ তাঁকে যে সম্মান দিয়েছে সেটাই যথেষ্ট।