আশঙ্কাই সত্যি হল, আচমকা ইজরায়েলের ওপর বিরাট বড় হামলা চালাল হিজবুল্লাহ। একটা বা দুটো নয়, একসঙ্গে ১৫০টিরও বেশি রকেট হামলা (Rocket Attack) চালানো হল ইজরায়েলের ওপর। ফলে প্রশ্ন উথছে, ইজরায়েল ও লেবাননের মধ্যে কি মহাযুদ্ধ লেগেই গেল?
জানা গিয়েছে, ইজরায়েলকে লক্ষ্য করে ১৫০-রও বেশি রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। অন্যদিকে এসব হামলার প্রস্তুতি ধরা পড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণ লেবাননে নিজেদের ঘাঁটিগুলোতেও বিমান হামলা চালায় ইজরায়েলি সেনাবাহিনী। ফলে সব মিলিয়ে খুব খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সম্পর্কে ইজরায়েল নিজেদের নাগরিকদের সতর্ক করেছে। এ সময় লেবানন সংলগ্ন ইজরায়েলের উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইরেন শোনা গিয়েছে বলে খবর।
Israel Defense Forces-র অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে জানানো হয়েছে, ‘হিজবুল্লাহ লেবানন থেকে ইজরায়েলি ভূখণ্ডের দিকে দেড় শতাধিক প্রজেক্টাইল নিক্ষেপ করেছে। আমরা সন্ত্রাসী অবকাঠামোকে টার্গেট করি, কিন্তু হিজবুল্লায় সাধারণ নিরীহ মানুষকে টার্গেট করে।’ রবিবার সকালে লেবাননের দক্ষিণাঞ্চলের জনগণের উদ্দেশে দেওয়া এক বার্তায় ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ‘আপনাদের বাড়ির কাছে ইজরায়েলি ভূখণ্ডে বড় ধরনের হামলা চালানোর জন্য হিজবুল্লাহর প্রস্তুতি পর্যবেক্ষণ করছি আমরা। বিপদে পড়লে অবিলম্বে এলাকা ত্যাগ করুন। আমরা হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে তাদের নির্মূল করছি।’
টেলিগ্রামে পোস্ট করা ওই বার্তায় বলা হয়, ‘হিজবুল্লাহর ঘাঁটি রয়েছে এমন এলাকার কাছাকাছি থাকা যে কেউ যেন নিজেদের ও পরিবারের সুরক্ষার জন্য অবিলম্বে চলে যান। ভোর ৫টার কিছু আগে প্রকাশিত পৃথক এক বিবৃতিতে সামরিক বাহিনী বলেছে, তাদের জঙ্গি বিমানগুলো লেবাননের ওই লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।’
Hezbollah has just launched over 150 projectiles from Lebanon toward Israeli territory.
We target terrorist infrastructure, they target civilians.
— Israel Defense Forces (@IDF) August 25, 2024
“In a self-defense act to remove these threats, the IDF is striking terror targets in Lebanon, from which Hezbollah was planning to launch their attacks on Israeli civilians.”
Listen to an update from IDF Spokesperson, RAdm. Daniel Hagari, regarding Hezbollah’s plans to attack… pic.twitter.com/fKvbUVSmbT
— Israel Defense Forces (@IDF) August 25, 2024