গতবারের মতো এবারও দুরন্ত পারফরম্যান্স দিয়ে মরসুম শুরু করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। দিনকয়েক আগে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে তাঁরা পরাজিত করেছে শক্তিশালী পাঞ্জাব এফসিকে। একটা সময় পিছিয়ে যেতে হলেও নির্ধারিত সময়ের মধ্যেই দলকে সমতায় ফেরান জেসন কামিন্স। তারপর ট্রাইবেকার। সেখানে ও ম্যাচের নিস্পত্তি হয়নি।
পরবর্তীতে সাডেন ডেথে বাজিমাত করে সবুজ-মেরুন। জয়ের নায়ক টম অলড্রেড। এই জয়ের সুবাদে আগামী সপ্তাহে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে সেমিফাইনাল খেলবে মেরিনার্সরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী বেঙ্গালুরু এফসি। আসন্ন এই ম্যাচে জয় পাওয়াই এখন অন্যতম লক্ষ্য জোসে মোলিনার। সেজন্য শহরে ফিরেই দল নিয়ে অনুশীলনে নেমে পড়েছেন তিনি। এসবের মাঝেই এবার উঠে আসলো এক নয়া তথ্য।
জানা গিয়েছে, আসন্ন আইএসএল মরসুমের কথা মাথায় রেখে এবার এক দেশীয় ডিফেন্ডারকে দলে নিতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এক্ষেত্রে গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন মাধ্যম থেকে প্রীতম কোটালের নাম উঠে আসলেও সেই সম্ভাবনা বর্তমানে অনেকটাই কম। সব ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে নয়া ফুটবলারের নাম।