চলতি মাসেই রয়েছে বাজেট অধিবেশন। হাতে বাকি আর কয়েকদিন। তার আগে প্রস্তুতি জোরদার করতে চায় বাংলার শাসক দল। এই কারণে শীঘ্রই দলের সকল সাংসদদের সাথে জরুরী বৈঠকে বসতে চলেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী বৃহস্পতিবার কালীঘাট থেকে ভার্চুয়ালি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত থাকবে। রাজ্যসভা ও লোকসভার সকল সাংসদ। আগামীকাল বিকেল ৪ টেয় এই বৈঠক শুরু হবে। সূত্র মারফত জানা গেছে, অধিবেশন চলাকালীন সাংসদদের ভূমিকা কি হবে সেই নিয়ে রণনীতি তৈরি করেবেন মুখ্যমন্ত্রী নিজে। একাধিক বিষয় যেমন কেন্দ্রের বিরুদ্ধে কোন বিষয়গুলিতে আওয়াজ তুলতে হবে? কি দাবি নিয়ে সাংসদে বক্তব্য রাখবেন সাংসদরা? সব বাতলে দেবেন তৃণমূল নেত্রী। কেন্দ্রীয় বাজেটের উপর নজর রেখেও আলোচনা চলবে।
আরও পড়ুন: মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নয়া উদ্যোগ শিক্ষা দফতরের
দিল্লির কুচকাওয়াজ থেকে বাদ পড়েছে বাংলার ট্যাবলো। এর জেরে কেন্দ্র-রাজ্য সংঘাত আরও জোরালো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্যাবলো বিতর্কের জল গড়াবে সংসদ পর্যন্ত। ফের উত্তাল হবে অধিবেশন।
চলতি বছরের ৩১ জানুয়ারি শুরু হচ্ছে বাজেট অধিবেশন। আগামী ১ ফেব্রুয়ারি ২০২২-২৩ সালের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই বছরের বাজেট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
গত বাদল অধিবেশন এবং শীতকালীন অধিবেশনে সংসদের দুই কক্ষ উত্তাল হয় বিরোধীদের সুরে। বাদল অধিবেশনে সংখ্যাগরিষ্ঠতার জেরে একাধিক বিল পাশ করে। বিলের বিরোধিতায় সরব হয় বিরোধী দলগুলি। অধিবেশন ব্যহত হওয়ায় সময়ের আগেই সংসদের বাদল অধিবেশন মুলতুবি করেন স্পিকার ওম বিড়লা। একই পরিস্থিতি হয় শীতকালীন অধিবেশনে।