Durand Cup: মোহনবাগান নিয়ে যথেষ্ট সাবধানী সুনীল ছেত্রী, কী বললেন এই তারকা?

Advertisements গত শুক্রবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে কেরালা ব্লাস্টার্সকে পরাজিত করেছে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। যারফলে আগামী মঙ্গলবার ডুরান্ড কাপের (Durand Cup) সেমিফাইনাল খেলবে জেরার্ড জারাগোজার…

Advertisements

গত শুক্রবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে কেরালা ব্লাস্টার্সকে পরাজিত করেছে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। যারফলে আগামী মঙ্গলবার ডুরান্ড কাপের (Durand Cup) সেমিফাইনাল খেলবে জেরার্ড জারাগোজার ছেলেরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে মোহনবাগান যে কতটা ভয়ঙ্কর সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাই ম্যাচটা খুব একটা সহজ হবে সেটা ভালো মতোই বুঝতে পারছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)।

   

কোয়ার্টার ফাইনাল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক এমনটাই ইঙ্গিত দিলেন তিনি। সেমিফাইনালের প্রতিপক্ষের বিষয়ে প্রশ্ন করা হলে জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক বলেন, ‘অন্যান্য ম্যাচ গুলির তুলনায় সেমিফাইনাল ম্যাচ অনেকটাই আলাদা। তাছাড়া সল্টলেক স্টেডিয়ামে মোহনবাগানের বিপক্ষে খেলা যথেষ্ট কঠিন। আমরা নিজেদের সেরাটা দিয়ে সেমিফাইনাল জেতার চেষ্টা করবো।’

Advertisements

আরো বলেন, ‘মোহনবাগানের বৃহৎ সংখ্যক সমর্থক রয়েছেন। যারা যুবভারতীতে নিয়মিত দলের খেলা দেখতে আসেন। তাঁদের উপস্থিতি দলের পারফরম্যান্সের উপর প্রভাব ফেলতে পারে। এছাড়াও মোহনবাগান যথেষ্ট ছন্দে রয়েছে। গতবছর তাঁরা ডুরান্ড চ্যাম্পিয়ন থেকেছে। তাঁর উপরে এবার ওদের ঘরের মাঠে খেলা। খুব একটা সহজ নয়। খুব শীঘ্রই আমরা এই ম্যাচের জন্য আমরা নিজেদের প্রস্তুতি শুরু করবো।’

উল্লেখ্য, গত ফুটবল সিজনে খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি বেঙ্গালুরু এফসির। ডুরান্ড হোক কিংবা আইএসএল সব ক্ষেত্রেই হতশ্রী পারফরম্যান্স ছিল তাঁদের। সেই হতাশা ভুলে এবার ডুরান্ড জিতে নয়া মরসুম শুরু করার লক্ষ্য এই ফুটবল ক্লাবের।