সেট-পিসে বিপজ্জনক মোহনবাগানের AFC প্রতিপক্ষ

AFC চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিতে চলা দলগুলো নিজ নিজ দেশের লিগে মাঠে নেমেছে। মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) গ্ৰুপে থাকা ট্র্যাক্টর এফসি (Tractor FC)…

AFC চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিতে চলা দলগুলো নিজ নিজ দেশের লিগে মাঠে নেমেছে। মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) গ্ৰুপে থাকা ট্র্যাক্টর এফসি (Tractor FC) ইরান প্রো লিগে আপাতত অপরাজিত। সেট-পিস থেকে ইতিমধ্যে একাধিক গোল করেছে দলটি।

   

৫ বছরের বড় চুক্তি পেয়ে গেলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ খেলতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। ক্রীড়াসূচি ইতিমধ্যে প্রকাশিত। মোহনবাগান ‘এ’ গ্ৰুপে রয়েছে। এই গ্ৰুপের অন্যতম আলোচিত দল ট্র্যাক্টর এফসি। ইরান প্রো লিগের দল পার্সেপোলিসের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে ট্র্যাক্টর এফসি। টুর্নামেন্টে এর আগে ম্যাচে ট্র্যাক্টর এফসি ২-০ গোলে জয় লাভ করেছিল রাফসাজানের বিরুদ্ধে। এই দুই ম্যাচেই সেট পিস মুভমেন্ট থেকে গোল পেয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের এএফসি প্রতিপক্ষ দল।

পার্সেপোলিসের বিরুদ্ধে গোল করেছিলেন ট্র্যাক্টর এফসির সোজাই খলিলজাদে। মাঠের ডান প্রান্ত থেকে ভেসে আসা বলে মাথা ছুঁইয়ে গোল করেছেন ট্র্যাক্টর এফসির অভিজ্ঞ এই ডিফেন্ডার। সোজাই খলিলজাদে ইরানের জাতীয় দলের হয়ে বহু ম্যাচ খেলেছেন। সেন্টার ব্যাক পজিশনে দলের অন্যতম ধারাবাহিক ফুটবলার। ক্লাব ফুটবলে একাধিক কোচের আস্থা অর্জন করেছেন তিনি।

দুই প্রধানের কারা সুযোগ পেলেন ইন্টারকন্টিনেন্টাল কাপে? জানুন

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tractor F.C. (@tractorclub1970)

পার্সেপোলিসের আগের ম্যাচে রাফসাজানের সঙ্গে ম্যাচ খেলেছিল ট্র্যাক্টর এফসি। সেখান থেকে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছিল বাগানের আগামী দিনের প্রতিপক্ষ। এই ম্যাচে সেট পিস থেকে বোঝাপড়ার মাধ্যমে একটি গোল এসেছে। এই দুই ম্যাচে ট্র্যাক্টর এফসির তিনটি গোল করেছেন তিনজন ফুটবলার। অর্থাৎ ইরানের এই দলে গোল করার মতো একাধিক ফুটবলার রয়েছেন।