আরজি কর-এর অধ্যক্ষ সহ ২ জনকে সরিয়ে দিল সরকার, সন্দীপ ঘোষের নিয়োগও বাতিল

আরজি কর-কাণ্ডে (RG Kar Case) অশান্ত হয়ে উঠেছে বাংলা সহ সমগ্র দেশ। শুধু শুধু তাই নয় উত্তপ্ত হয়ে রয়েছে বিদেশের মাটিও। দিকে দিকে চলছে বিক্ষোভ…

আরজি কর-কাণ্ডে (RG Kar Case) অশান্ত হয়ে উঠেছে বাংলা সহ সমগ্র দেশ। শুধু শুধু তাই নয় উত্তপ্ত হয়ে রয়েছে বিদেশের মাটিও। দিকে দিকে চলছে বিক্ষোভ প্রদর্শন। এরই মাঝে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। জানা যাচ্ছে, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষের পদ থেকে সরানো হল সুহৃতা পালকে। 

 

এরই সঙ্গে ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল পদে সন্দীপ ঘোষের নিয়োগও বাতিল করল স্বাস্থ্য দফতর। এছাড়া আরজি কর হাসপাতালের সুপার বুলবুল মুখোপাধ্যায় এবং চেস্ট মেডিসিন বিভাগের এইচওডি অরুণাভ দত্ত চৌধুরীকেও সরিয়ে দেওয়া হয়েছে।

 

 

সময় যত এগোচ্ছে ততই ক্ষোভের মাত্রা কমার বদলে ততই বেড়ে চলেছে দেশবাসীর মধ্যে। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তভার কলকাতা হাইকোর্ট সিবিআই হাতে তুলে দিয়েছে। এই ঘটনার প্রায় এক সপ্তাহ কেটে অবধি গিয়েছে। কিন্তু লালবাজারের হাতে গ্রেফতার হওয়া সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ছাড়া এই মামলায় নতুন করে এখনো অবধি কাউকে পাকড়াও করতে পারেননি তারা।

Advertisements

 

 

অথচ আন্দোলনকারী চিকিৎসক থেকে শুরু করে সকলেই চান দ্রুত তদন্ত শেষ করে যে বা যারা প্রকৃতদর্শী তাদের গ্রেফতার কিংবা সাজা হোক। ইতিমধ্যে মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়ার পরে গতবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাইম ফ্রেম বেঁধে দিয়েছিলেন কেন্দ্রীয় এজেন্সিকে বেঁধে দিয়েছিলেন। বলেছিলেন রবিবার ১৮ আগস্টের মধ্যে মূল অভিযোগ কে চিহ্নিত করে কড়া শাস্তি দিতে হবে। তবে সেই সময়সীমা পেরিয়ে গিয়েছে। এখানে অবশ্যই এবার সিবিআর কাছে স্টেটাস রিপোর্ট চেয়েছে সুপ্রিম কোর্ট।