আরজি কর-কাণ্ডে এবার বাংলার মুখ্যসচিবকে চিঠি লিখল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কলকাতার আরজি মেডিক্যাল কলেজে চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডকে (RG Kar Case) ঘিরে প্রতিবাদের ঝড় উঠেছে সর্বত্র। জায়গায় জায়গা চলছে বিক্ষোভ, প্রতিবাদ।
ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই। অন্যদিকে গোটা দেশ জুড়ে চিকিৎসকদের কর্ম বিরতি চলছে যে কারণে বহু সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। তবে মঙ্গলবার সুপ্রিম কোর্ট চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। এরই মাঝে আজ বুধবার কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সিআইএসএফ মোতায়েনের বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যসচিবকে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।
আরজি কর মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসকের সঙ্গে অত্যাচারের ঘটনাকে সকলকে নাড়িয়ে রেখে দিয়েছে। তাঁর জন্য ন্যায়বিচার পেতে গোটা দেশ পশ্চিমবঙ্গের সাথে একত্রিত হয়েছে। কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্তে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। চিকিৎসকরা হাসপাতাল ছেড়ে প্রতিবাদের পতাকা তুলে নিয়েছে। তারা শিক্ষানবিশ চিকিৎসকদের বিচারের পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রণয়নের দাবি জানাচ্ছেন।
এই ঘটনায় অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তবে এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছেন নিহতের পরিবার সহ অনেকেই। প্রশাসন সেগুলো আড়াল করার চেষ্টা করছে বলেও অভিযোগ রয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর এবার ধর্ষণ-হত্যা মামলার তদন্ত শুরু করেছে সিবিআই।
Ministry of Home Affairs (MHA) writes to the West Bengal Chief Secretary over CISF deployment at RG Kar Medical College and Hospital in Kolkata, where the rape and murder of a woman trainee doctor happened.
— ANI (@ANI) August 21, 2024