আবারও রাজ্য-রাজ্যপাল সংঘাত প্রকাশ্যে। মঙ্গলবার বিধানসভায় গিয়ে রাজ্যকে আবারও একবার নিশানা করলেন রাজ্যপাল জগদীপ ধনকর (Jagdeep Dhankar)। দিলেন হুমকিও।
এদিন রাজ্যপাল বলেন, ‘বাংলায় ভোটারদের স্বাধীনতা নেই, ভোট পরবর্তী হিংসা তার প্রমাণ। বাংলার গণতন্ত্র চরম বিপদের মুখে রয়েছে। গণতন্ত্রে(Democracy) ভোটার সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলায় আইনের শাসন নেই, এখানে শাসকের আইন আছে। বাংলার অবস্থা ভয়ানক। রাজ্যের অফিসাররা সংবিধান মেনে কাজ করুন। রাজ্য সরকারি আধিকারিকরা সাংবিধানিক মর্যাদা ভুলে গেছেন। বিরোধীদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করা হচ্ছে। রাজভবন কী করতে পারে তা জানা নেই সরকারি অফিসারদের।’
তিনি সরাসরি হুমকি দিয়ে বলেন, ‘অধ্যক্ষ, রাজ্যপালকে অন্ধকারে রেখে কিছু করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাজভবনে কোনও ফাইল আটকে নেই। সরকারের কাছে রাজ্যপাল হিসেবে জানতে চেয়েছিলাম ম্যা ক্যান্টিনে কত টাকা খরচ, কোনও উত্তর পাইনি। এখানে কি প্রশ্ন করার অধিকার নেই? বিলে সই করা হয়নি বলে মিথ্যে বলা হচ্ছে। বিএসএফ নিয়ে তথ্য চেয়েছি, দেওয়া হয়নি। স্পিকার, রাজ্যপালকে ব্ল্যাক আউট করা হচ্ছে। উপচার্য নিয়োগ করছে রাজ্য। এভাবে নিয়োগ আর কোথাও হয়? শিক্ষার উন্নয়নের জন্য ভিসিদের ডাকা ডেকেছে।’