এবার ২০ জন ভারতীয়কে ফেরত দিল পাকিস্তান (Pakistan)। জানা গিয়েছে, পাকিস্তানের জলসীমায় প্রবেশের অভিযোগে আটক করা হয়েছিল ২০ জন ভারতীয় মৎস্যজীবীকে (Fishermen)। এবার সেই ২০ জন ভারতীয় জেলেকে ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে বলে খবর।
করাচির (Karachi) লান্দহি জেলে রাখা মৎস্যজীবীদের কারাবাসের মেয়াদ শেষ করে রবিবার মুক্তি দেওয়া হয়। এ বিষয়ে অলাভজনক পাকিস্তানি সমাজকল্যাণ সংস্থা ইধি ফাউন্ডেশনের মুখপাত্র জানিয়েছেন, সকল আইনি কাজ মিটিয়ে জেলেদের ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কাছে হস্তান্তর করা হয়েছে।
ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের জারি করা ‘ইমার্জেন্সি ট্র্যাভেল সার্টিফিকেট’-এর ভিত্তিতেই ভারতে ঢুকে পড়ে তারা। সবথেকে আবেগঘন মুহুর্ত তখন ছিল যখন ওই মৎস্যজীবীরা ভারতের মাটিতে পা রাখতেই তাঁরা হাঁটু গেড়ে বসে মাটিতে চুম্বন করে। এদিকে ভারতের তরফ থেকে জানানো হয়েছে তাদের কোভিড পরীক্ষা করানো হবে।
ওই মৎস্যজীবীরা অমৃতসরে এক রাতের জন্য অবস্থান করবে। তাঁরা মঙ্গলবার গুজরাটে তাদের জন্মস্থানে ফিরে যাবে।