WB: নেতাজী জন্মজয়ন্তীতে উত্তরবঙ্গে বোমাতঙ্ক

প্রজাতন্ত্র দিবসের আগেই বোমাতঙ্ক শিলিগুড়ি স্টেশনে (Siliguri Station)। জানা গিয়েছে, আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি জংশন স্টেশনে আসা ইন্টারসিটি এক্সপ্রেসে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক (Bomb fear)। Advertisements…

WB: নেতাজী জন্মজয়ন্তীতে উত্তরবঙ্গে বোমাতঙ্ক

প্রজাতন্ত্র দিবসের আগেই বোমাতঙ্ক শিলিগুড়ি স্টেশনে (Siliguri Station)। জানা গিয়েছে, আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি জংশন স্টেশনে আসা ইন্টারসিটি এক্সপ্রেসে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক (Bomb fear)।

Advertisements

ঘটনাস্থলে পৌঁছেছে সিআইডি’র বম্ব স্কোয়াড। শেষ পাওয়া খবর অনুযায়ী, কোচটিকে নিয়ে যাওয়া হয়েছে গুলমা স্টেশনের কাছে। এদিকে গোটা স্টেশনকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।

   

শুধু তাই নয়, মালদার গাজোলেও এক পরিত্যক্ত ব্যাগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সম্প্রতি রাজ্যকে হুঁশিয়ারি দিয়েছে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন (KLO)। আসন্ন সাধারণতন্ত্র দিবস উপলক্ষে উত্তরবঙ্গ জুড়ে বাংলাদেশ সীমাম্ত বরাবর  বিএসএফ (BSF) নজরদারি বাড়িয়েছে।

Advertisements

উত্তরবঙ্গের সবকটি জেলায় পুলিশ ও জেলা প্রশাসনও সতর্ক রয়েছে। বাংলাদেশ সংলগ্ন মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিংয়ের পূর্বাংশ, কোচবিহারের আন্তর্জাতিক সীমাম্তে বিএসএফ বিশেষ সতর্ক। একইভাবে নেপাল লাগোয়া দার্জিলিংয়ের পশ্চিমাংশ, ভুটান লাগোয়া জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলার সীমাম্তেও এসএসবি, সশস্ত্র বাহিনী সতর্ক আছে। আশঙ্কা বাংলাদেশ, নেপাল, ভুটান সীমান্ত লাগোয়া উত্তরবঙ্গে কামতাপুর বিচ্ছিন্নতাবাদীরা নাশকতা ঘটাতে পারে।