অসীম বিশ্বাসকে মনে আছে? ৪২-এও মাঠে নামছেন

কলকাতা: সম্প্রতি অতীতে বাঙালি স্ট্রাইকার বললে হাতেগোনা কয়েন্জনের নাম মনে উঠে আসে। অসীম বিশ্বাস (Ashim Biswas) অগ্রণী এক ব্যক্তিত্ব। এখন কোথায় রয়েছেন ভারতীয় ফুটবলের (Indian…

Ashim Biswas

কলকাতা: সম্প্রতি অতীতে বাঙালি স্ট্রাইকার বললে হাতেগোনা কয়েন্জনের নাম মনে উঠে আসে। অসীম বিশ্বাস (Ashim Biswas) অগ্রণী এক ব্যক্তিত্ব। এখন কোথায় রয়েছেন ভারতীয় ফুটবলের (Indian Football) এক সময়কার এই তারকা স্ট্রাইকার?

   

পদক জিততেই মালামাল, কত টাকা ট্যাক্স দিলেন ভারতীয় অলিম্পিয়ানরা? জেনে নিন

শুনলে হয়তো অনেকেই অবাক হবেন, অসীম বিশ্বাস এখনও ফুটবল খেলছেন। চাকরিও করছেন, ফুটবলও খেলছেন। প্রথম একাদশের ‘অটোমেটিক চয়েস’ অসীম বিশ্বাস।

ভারতীয় ফুটবলের বহু নামী ক্লাবের হয়ে খেলেছিলেন অসীম বিশ্বাস। টালিগঞ্জ অগ্রগামী, মোহনবাগানের হয়ে খেলে ফুটবল প্রেমীদের নজর কেড়েছিলেন অশোকনগরের অসীম। তারপর একের পর এক ক্লাবের হয়ে খেলেছেন, গোল করেছেন। মোহনবাগানের পর খেলেছিলেন সালগাওকর, ইস্টবেঙ্গল, চিরাগ ইউনাইটেডে। তারপর আবার ফায়ার এসেছিলেন সবুজ মেরুন শিবিরে। মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়েও খেলেছেন। ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব জামশেদপুর এফসিতেও যোগ দিয়েছিলেন এক সময়। কলকাতা ফুটবল লিগের একাধিক ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন এই কিংবদন্তি ফুটবলার। সার্দান সমিতি, টালিগঞ্জ অগ্রগামীর হয়েও তাঁকে দেখা গিয়েছে। ২০২২ সালে ছিলেন ডায়মন্ড হারবার এফসিতে।

২দিনে ২টো ম্যাচ খেলবে East Bengal FC!

অসীম বিশ্বাসের বয়স এখন ৪২। পেশাদার ফুটবল কেরিয়ারকে পিছনে ফেলে এসেছেন। প্রবেশ করেছেন চাকরি জীবনে। মেট্রো রেলে চাকরি করেন। চাকরি সূত্রে খেলেছেন মেট্রো রেলওয়েজের ফুটবল দলে। এই অফিস টিমের হয়েই এখন খেলেন অসীম, প্রথম একাদশের নিয়ম সদস্য বলেই জানা গিয়েছে।