Mohun Bagan SG: সুহেল কোথায়? বাগান সমর্থকদের মধ্যে উঠছে প্রশ্ন

Advertisements কলকাতা: পরপর ম্যাচে হোঁচট খেয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। হোঁচট খেয়েছে বলা ভুল হবে। কারণ একটি ম্যাচে হেরেছে বাগান। পরের ম্যাচে ড্র।…

Mohun Bagan Suhail Ahmed Bhat

Advertisements

কলকাতা: পরপর ম্যাচে হোঁচট খেয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। হোঁচট খেয়েছে বলা ভুল হবে। কারণ একটি ম্যাচে হেরেছে বাগান। পরের ম্যাচে ড্র। এই দুই ম্যাচেই ছিলেন না সুহেল আহমেদ ভাট (Suhail Ahmed Bhat)। শুরু থেকেই কেন খেলানো হচ্ছে না সুহেলকে? প্রশ্ন উঠছে মোহনবাগান সমর্থকদের মধ্যেই।

   

দলীপ ট্রফিতে আদৌ খেলবেন রোহিত-বিরাট? প্রকাশ্যে বড় আপডেট

চলতি কলকাতা ফুটবল লিগের গ্ৰুপ বি-এর ক্রম তালিকায় সাত নম্বরে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। খেলেছে ৯ ম্যাচ। প্রথম তিনে থাকার সম্ভাবনা খুবই কম। কোচ বদল হওয়ার পর বাগানের রিজার্ভ টিমকে পরিচিত ছন্দে খুঁজে পাওয়া যায়নি। ভরসা মুখ বলতে সেই সুহেল আহমেদ ভাট। গত মরসুমের মতো এই মরসুমেও কলকাতা ফুটবল লিগে গোল করেছেন সুহেল।

ধারাবাহিকভাবে ভাল খেলার সুবাদে মোহনবাগান সুপার জায়ান্টের সিনিয়র দলে জায়গা করে নিয়েছেন কাশ্মীর তনয়। এবারের ডুরান্ড কাপেও গোল করেছেন। কার্যত তারপর থেকেই কলকাতা ফুটবল লিগের ম্যাচ থেকে উধাও সুহেল আহমেদ ভাট। জর্জ টেলিগ্রাফ কিংবা ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধেও তিনি ছিলেন না। এই দুই ম্যাচে দলের ছন্দপতন। বল পজিশন নিজেদের কাছে রাখলেও গোল করার মতো ভেদ শক্তি নেই বাগানের এই রিজার্ভ দলের।

Advertisements

ইস্টবেঙ্গলের প্রথম একাদশে আনোয়ার? দেখে নিন লাইন-আপ

মোহনবাগান সুপার জায়ান্টের কাছে কলকাতা ফুটবল লিগ যে স্রেফ প্রস্তুতির মঞ্চ সেটা আগেই স্পষ্ট। তবু মোহনবাগান সমর্থকরা সিএফএল-এর ম্যাচে এখনও মাঠমুখো হচ্ছেন প্রিয় দলের জয় দেখার জন্য। সুহেল না থাকার ফলে রিজার্ভ দলের আক্রমণের ঝাঁঝ যে অনেকটা কমেছে সেটা বলার অপেক্ষা রাখে না। সুহেলকে হয়তো ডুরান্ড কাপের জন্য তৈরি রাখা হচ্ছে। মোহনবাগান সুপার জায়ান্টের পরবর্তী ডুরান্ড কাপের ম্যাচ ইস্টবেঙ্গল এফসির বিরুদ্ধে। কলকাতা ফুটবল লিগ জয়ের আশা কার্যত শেষ। আপাতত ফোকাসে ডুরান্ড কাপ।