‘ন্যায় দেওয়ার পরিবর্তে অপরাধীদের বাঁচানোর চেষ্টা,’ আরজি করকাণ্ডে বিস্ফোরক রাহুল

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ-খুন কাণ্ডে অবশেষে মুখ খুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এই ঘটনা নিয়ে এবার এই কংগ্রেস সাংসদ যা লিখলেন…

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ-খুন কাণ্ডে অবশেষে মুখ খুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এই ঘটনা নিয়ে এবার এই কংগ্রেস সাংসদ যা লিখলেন তা দেখে ও শুনে সকলেই চমকে গিয়েছেন। এমনিতে চিকিৎসকের উপর এই জঘন্য অপরাধের ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ছড়িয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই । এবার বুধবার এই ঘটনায় ক্ষোভপ্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স-এ একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে তিনি লিখলেন, “কলকাতায় জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের নৃশংস ঘটনা গোটা দেশকে স্তম্ভিত করেছে। ধাপে ধাপে নিষ্ঠুর ও অমানবিক কাজ যেভাবে বেরিয়ে আসছে তাতে চিকিৎসক সমাজ ও মহিলারা নিরাপত্তাহীনতায়ে ভুগতে শুরু করেছেন। নির্যাতিতাকে ন্যায়বিচার দেওয়ার পরিবর্তে অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা হাসপাতাল ও স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিচ্ছে। “

   

রাহুল আরও বলেন, ‘এই ঘটনা আমাদের ভাবতে বাধ্য করেছে যে, মেডিকেল কলেজের মতো জায়গায় যদি ডাক্তাররা নিরাপদ না থাকেন, তাহলে অভিভাবকরা কোন ভরসায় মেয়েদের পড়াশোনার জন্য পাঠাবেন? নির্ভয়া কাণ্ডের পর যে কড়া আইন করা হয়েছিল, তা কেন এই ধরনের অপরাধ রুখতে পারছে না? হাথরস থেকে উন্নাও, কাঠুয়া থেকে কলকাতা, প্রতিটি দল, প্রতিটি বিভাগকে মহিলাদের বিরুদ্ধে ক্রমবর্ধমান ঘটনা নিয়ে গুরুত্ব সহকারে আলোচনার পরে দৃঢ় ব্যবস্থা নিতে হবে। এই অসহ্য যন্ত্রণায় আমি নিহতের পরিবারের পাশে রয়েছি। প্রতিটি পরিস্থিতিতে তাদের ন্যায়বিচার পাওয়া উচিত এবং দোষীদের সমাজে উদাহরণ হিসাবে শাস্তি দেওয়া উচিত।’

এদিকে আরজি কর হাসপাতালে ঘটনা নিয়ে রাহুল গান্ধীকে সরব হতে দেখা গেলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকারকে নিয়ে কোনোরকম তুলোধোনা করতে শোনা গেল না রাহুলের গলায়। কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীকে অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিলে। সেক্ষেত্রে রাহুল গান্ধী সরকারকে নিয়ে কেন কিছু বললেন না সেই নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।