ফের বিস্ফোরক তৃণমূল নেতা দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikary)। আবারও অধিকারী পরিবারের তরফ থেকে বাড়িতে ড্রোন (Drone) দিয়ে নজরদারির অভিযোগ তোলা হয়েছে। ড্রোন দিয়ে নজরদারির অভিযোগ তুললেন তৃণমূল নেতা।
পুলিশের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে দিব্যেন্দু বলেন, ‘পুলিশের পক্ষ থেকে ড্রোন ওড়ানো হয়। বাড়ির একদম সামনেই এই ড্রোন ওড়ানো হয়। সাদা-পোশাকে কিছু লোক এদিন সকালে ড্রোন উড়িয়েছেন শান্তিকুঞ্জের ছাদে। এই ঘটনা নিয়ে দল ও লোকসভার স্পিকারকে জানাবো।’ এদিকে তৃণমূল নেতৃত্বের তরফ থেকে বলা হয়েছে, ‘পুলিশ প্রশাসনই প্রকৃত কারণ বলতে পারবে।’ অন্যদিকে দলের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, ‘কোনও বিষয়েই দল যোগাযোগ করে না।’
তমলুকের তৃণমূল সাংসদ বলেছেন, এ ভাবে সিসি ক্যামেরা দিয়ে বাড়িকে নজরবন্দি করা, ড্রোন ওড়ানোর ফলে তাঁদের পরিবারের গোপনীয়তা ক্ষুন্ন হচ্ছে। এদিন যে ঘটনা ঘটেছে তাতে হাইকোর্টের নির্দেশও লঙ্ঘিত হয়েছে।
সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার (Rajshekhar Mathar) জানান, ‘রাত ৮টার পরে শুভেন্দু অধিকারীর বাড়ির কাছে মাইক বাজানো যাবে না। বিরোধী নেতার পদ ক্যাবিনেট মন্ত্রীর সমান। রাজ্য সরকারের উচিৎ সেই পদকে মর্যাদা দেওয়া। সিআরপিএফ (CRPF) এবং রাজ্য পুলিশ আলোচনার ভিত্তিতে স্থির হবে সিসিটিভি কোথায় বসবে। রাজ্যের নথি অনুযায়ী শুভেন্দু অধিকারীর বাড়ির এলাকা স্পর্শকাতর বলে চিহ্নিত। তাই এ বিষয়ে রাজ্য তার অবস্থান আদালতে জানাবে। এমনকি যে কোনও রাজনৈতিক সভা বা মিটিং মিছিলের অনুমতি দেওয়া নিয়ে অবস্থা জানাবে।’