সপ্তাহের দ্বিতীয় দিনে ১৫ জেলায় ব্যাপক বৃষ্টির ভ্রূকুটি, হলুদ সতর্কতা জারি

আর মাত্র কিছু ঘণ্টা, তারপরেই ঝড়-বৃষ্টিতে (Rainfall) কাঁপতে চলেছে সমগ্র বাংলা। বিগত কয়েকদিন ধরে দফায় দফায় চোখ পাল্টি হচ্ছে বাংলার আবহাওয়া। বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্তের…

weather forecast of next weekend

আর মাত্র কিছু ঘণ্টা, তারপরেই ঝড়-বৃষ্টিতে (Rainfall) কাঁপতে চলেছে সমগ্র বাংলা। বিগত কয়েকদিন ধরে দফায় দফায় চোখ পাল্টি হচ্ছে বাংলার আবহাওয়া। বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্তের (Cyclonic Circulation) ‘খেলা’ শুরু হতে চলেছে। ফলে দফায় দফায় দুর্যোগের আশঙ্কা তৈরি হচ্ছে বাংলায়। আজ মঙ্গলবার আবহাওয়ার মুড স্যুইং কাকে বলে তা দেখার সুযোগ পাবেন বাংলার মানুষ।

মঙ্গলবার সাতসকালেই বিরাট আবহাওয়ার বদল হতে শুরু করেছে। তবে খাতায় কলমে এখন বর্ষার মরসুম থাকলেও আদ্রতাজনিত আবহাওয়া রীতিমতো কালঘাম ছুটে যাচ্ছে সকলের। কলকাতায় সকাল থেকে মঙ্গলবার আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি কমবে না। কিছু জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আজ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই কাঁপানো বৃষ্টি শুরু হবে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

   

প্রথমেই আসা যাক আজ সারাদিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আজ ১৩ আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। বাকি কিছু জেলা যেমন দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় প্রবল বর্ষণের ভ্রূকুটি রয়েছে। আজ বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগ্ণা, পূর্ব বর্ধমান, নদীয়া, হুগলী, হাওড়া জেলায়। প্রত্যেকটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস।