ট্রাফিক ব্লকের জের, টানা ১৪ দিন বাতিল প্রচুর ট্রেন

ফের ট্রাফিক ব্লকের কথা ঘোষণা করল (Train Cancelled) ভারতীয় রেল। এবার ফিরোজপুর ডিভিশনের সানেহওয়াল-অমৃতসর সেকশনের সানেহওয়াল স্টেশনে ট্রাফিক ব্লকের ঘোষণা করা হয়েছে। এই স্টেশনটি উত্তর…

train

ফের ট্রাফিক ব্লকের কথা ঘোষণা করল (Train Cancelled) ভারতীয় রেল। এবার ফিরোজপুর ডিভিশনের সানেহওয়াল-অমৃতসর সেকশনের সানেহওয়াল স্টেশনে ট্রাফিক ব্লকের ঘোষণা করা হয়েছে। এই স্টেশনটি উত্তর রেলওয়ের অন্তর্গত। এই ব্লকের ফলে ট্রেন পরিষেবায় বিঘ্ন ঘটবে। যাত্রীদের অসুবিধার জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে রেল। একই সঙ্গে যাত্রীদের বিকল্প যানবাহন ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে।

ট্রাফিক ব্লকের কারণে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেন ঘুরপথে চালানো হবে। কয়েকটি ট্রেনের রুটও সংক্ষিপ্ত করা হয়েছে। আগামী ১৪ অগস্ট থেকে ২৭ অগস্টের মধ্যে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হবে।

   

কোন কোন ট্রেন বাতিল করা হবে

১২৪৪১: চণ্ডীগড় থেকে অমৃতসর (২৪ অগস্ট থেকে ২৬ অগস্ট)

১৪৫০৫: অমৃতসর থেজে নাঙ্গাল ড্যাম (১৪ অগস্ট থেকে ২৬ অগস্ট)

২২৪৩০: পাঠানকোট থেকে দিল্লি জংশন (১৪ থেজে ২৭ অগস্ট বাতিল, তবে ১৬ ও ২৩ অগস্ট চলবে)

০৪৬৫২: অমৃতসর থেজে জয়নগর (১৪, ১৬, ১৮, ২১, ২৩, ২৫ অগস্ট)

“পুলিশ একজনকে অন্তত..”! আরজিকরের অধ্যক্ষের আর্জিতে কোন ভয়ংকর ইঙ্গিত?

১২৪৯৭: অমৃতসর থেকে নয়াদিল্লি (২০ থেকে ২৬ অগস্ট)

১২৩৫৭: কলকাতা থেকে অমৃতসর (১৭, ২০, ২৪ অগস্ট) ভায়া আম্বালা ক্যান্ট-রাজপুরা-ধুরি-লুধিয়ানা

২২১২৫: নাগপুর থেকে অমৃতসর (১৭ অগস্ট) ভায়া আম্বালা ক্যান্টনমেন্ট-রাজপুরা-ধুরি-লুধিয়ানা

১২৫৪৯: দুর্গ থেকে এমএসিটিএম উধমপুর (২০ অগস্ট) ভায়া আম্বালা ক্যান্টনমেন্ট-রাজপুরা-ধুরি-লুধিয়ানা

১৪৬১৭: পূর্ণিয়া কোর্ট থেজে অমৃতসর (২০, ২৩, ২৪, ২৫ অগস্ট) ভায়া আম্বালা ক্যান্টনমেন্ট-রাজপুরা-ধুরি-লুধিয়ানা

ট্রেনের সংক্ষিপ্ত সমাপ্তি

কিছু ট্রেনের যাত্রাপথ মধ্যবর্তী স্টেশনগুলিতে সংক্ষিপ্ত সমাপ্ত হবে:

১৪৬৩০: ফিরোজপুর ক্যান্টনমেন্ট-চণ্ডীগড় (১৩-২৫ অগস্ট) – লুধিয়ানায় সমাপ্তি

২২৫৫১: দ্বারভাঙ্গা থেকে জলন্ধর সিটি (২৪ অগস্ট) – আম্বালা ক্যান্টে সমাপ্তি

১৫৫৩১: সহর্ষা থেকে অমৃতসর (১৮ ও ২৫ অগস্ট) – চণ্ডীগড়ে সমাপ্তি

পুনরায় ইউজিসি নেট পরীক্ষা বাতিল করার আবেদন খারিজ সুপ্রিম কোর্টের!

ট্রেন চলাচলে এই বিঘ্ন ঘটার জন্য রেলের তরফে আগাম দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে যাত্রীদের বিকল্প পরিবহণ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। রেলের আধিকারিকদের কথায়, ট্রাফিক ব্লকের ফলে যাত্রী পরিষেবা কিছুটা ব্যাহত হলেও রেলের আধুনিকীকরণের জন্য এই কাজ অত্যন্ত প্রয়োজন।