বাংলার গর্বের দিন, দেশের সেরার সেরা কলেজগুলোর মধ্যে এ রাজ্যের রমরমা

প্রকাশিত হল এনআইআরএফ ২০২৪ এ দেশের সেরার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা। দিল্লির ভারত মণ্ডপমে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে এই তালিকা প্রকাশ করা হয়। ছিলেন কেন্দ্রীয়…

Among the best colleges of the country there are many institutes in Bengal

প্রকাশিত হল এনআইআরএফ ২০২৪ এ দেশের সেরার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা। দিল্লির ভারত মণ্ডপমে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে এই তালিকা প্রকাশ করা হয়। ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এই তালিকায় ভারতের সেরার সেরা কলেজের ম ধ্যে রয়েছে বাংলার দু’টি কলেজ।

একনজরে দেশের সেরার সেরা ১০ কলেজ কোনগুলো?

   

প্রথম- দিল্লির হিন্দু কলেজ
দ্বিতীয়- মিরান্দা হাউস
তৃতীয়- দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ
চতুর্থ- রামকৃষ্ণ মিশন বিবেকান্দ সেন্টেনারি কলেজ
পঞ্চম- আত্মনাম সনাতম ধর্ম কলেজ দিল্লি
ষষ্ঠ- কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ,
সপ্তম- PSGR কৃষ্ণাম্মাল কলেজ ফর ওয়েমস কোয়েম্বাটুর
অষ্টম- লয়োলা কলেজ চেন্নাই
নবম- দিল্লির কিরোরি মাল কলেজ
দশম দিল্লির লেডি শ্রীরাম কলেজ

দেশের সেরা ১০ ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানকোনগুলো?

প্রথম- আইআইএম আমেদাবাদ
দ্বিতীয়- আইআইএম ব্যাঙ্গালোর
তৃতীয়- আইআইএম কোঝিকোড়
চতুর্থ- আইআইএম দিল্লি
পঞ্চম- আইআইএম কলকাতা
ষষ্ঠ- আইআইএম মুম্বই
সপ্তম- আইআইএম লখনউ
অষ্টম- আইআইএম ইন্দোর
নবম- XLRI জামশেদপুর
দশম- আইআইটি বম্বে।

গবেষণায় দেশের প্রথম ৫ প্রতিষ্ঠান?

প্রথম- আইআইএসসি বেঙ্গালুরু
দ্বিতীয়- আইআইটি মাদ্রাজ
তৃতীয়- আইআইটি দিল্লি
চতুর্থ- আইআইটি বম্বে
পঞ্চম- আইআইটি খড়গপুর

দেশের সেরা মেডিক্যাল কলেজ?

প্রথম- এইমস, দিল্লি,
দ্বিতী- পিজিআইএমইআর চণ্ডীগড়
তৃতীয়- ভেল্লোর ক্রিস্টান মেডিক্যাল কলেজ
চতুর্থ- এনআইএমএইচএনএস বেঙ্গালুরু
পঞ্চম- জেআইপিজিএমইআর পুদুচেরি

দেশের সেরা ডেন্টাল কলেজের তালিকায়?

প্রথম- চেন্নাইয়ের সবিতা ইনস্টিটিউ অফ মেডিক্যাল অ্যান্ড টেকনিক্যাল সায়ান্স
দ্বিতীয়- মনিপাল কলেজ ডেন্টাল সায়ান্স, মনিপাল
তৃতীয়- দিল্লির মৌলানা আজাদ ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়ান্স
চতুর্থ- লখনউয়ের কিং জ্জ মেডিক্যাল ইউনিভার্সিটি
পঞ্চম- ড.ডিওয়াই পাটিল বিদ্যাপীঠ পুনে

একাদশের সেমিস্টারের প্রশ্নপত্র নিয়ে সংসদের নয়া নির্দেশ, ঘুম উড়ল প্রধান শিক্ষকদের

কোনরকম পরীক্ষা ছাড়াই যুগ্ম পরিচালক পদে নিয়োগ করতে চলেছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা

কর্মী নিয়োগ করতে চলছে ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটি, রইল আবেদন পদ্ধতি