চলতি ইন্ডিয়ান সুপার লীগে(ISL) এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) টানা ৮ ম্যাচে জয়হীন থাকার পরে হোসে মানুয়েল দিয়াজ পদত্যাগ করে দেশে ফিরে যান। তিন ম্যাচের জন্য লাল হলুদ শিবিরের অন্তবর্তীকালীন হেডকোচ ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক রেনেডি সিং। দিয়াজের জায়গায় উয়েফা প্রো লাইসেন্সপ্রাপ্ত স্প্যানিয়ার্ড কোচ মারিও রিভেরাকে নিয়ে আসা হয়েছে।
এখন পর্যন্ত ১১ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট পেয়ে লিগ টেবিলে লাস্ট বয় হয়ে রয়েছে এসসি ইস্টবেঙ্গল। টুর্নামেন্টের প্রথম লেগে কোনও জয় না পেলেও এ বার দ্বিতীয় লেগে জয় চাইছে লাল হলুদ বিগ্রেড। গত ISL এবং চলতি মরসুমে মিলে টানা ১৫ ম্যাচে জয়ের মুখ দেখেনি এসসি ইস্টবেঙ্গল।
বুধবার লাল হলুদ বিগ্রেড খেলতে নামবে এফসি গোয়ার বিরুদ্ধে। এমন আবহে এসসি ইস্টবেঙ্গল টুইট পোস্টের ক্যাপসনে লিখেছে,
“📸আজ সকালে আমাদের প্রশিক্ষণ সেশন থেকে। এই কঠিন সময়ে প্রশিক্ষণ দিতে পেরে আমরা কৃতজ্ঞ। সবাই নিরাপদে থাকুন। একসাথে, আমরা অতীতের মতো এই সময়টিকে কাটিয়ে উঠতে পারি। 😷”
ইতিমধ্যেই চলতি ইন্ডিয়ান সুপার লীগে(ISL) ৪ ম্যাচ স্থগিত হয়েছে কোভিড-১৯ সংক্রমণের জেরে।মঙ্গলবার চিরপ্রতিদ্বন্দ্বী ATK মোহনবাগান কোভিড-১৯ ভাইরাস সংক্রমণ মুক্ত হয়ে প্র্যাকট্রিস সেশনে নামে।
ইতিমধ্যেই FSDL’র CEO মার্টিন বেইন ISL টুর্নামেন্টে অংশগ্রহণকারী সমস্ত দলকে ইমেল করেছে কোভিড-১৯ সংক্রমণের জেরে ম্যাচ স্থগিতকরণের ইস্যুতে।
ওই ইমেলে FSDL’র CEO উল্লেখ করেছেন,”যদি ১৫ জন খেলোয়াড় একটি ম্যাচের জন্য উপলব্ধ না হয়, তাহলে লিগ চেষ্টা করবে এবং পরবর্তী তারিখে ম্যাচের সময়সূচী করার।” শুধুমাত্র কোনও ম্যাচ পুনঃনির্ধারণ সম্ভব না হলে, ওই ম্যাচ ৩-০ স্কোরলাইন ঘোষিত করা হবে”।
📸from our training session this morning. We are grateful to be able to train during these difficult times. Stay safe everyone. Together, we can overcome this period as we have done in the past. 😷#FCGSCEB #JoyEastBengal #WeAreSCEB #আমাগোক্লাব 🔴🟡#HeroISL pic.twitter.com/cHFywsYfyE
— East Bengal FC (@eastbengal_fc) January 18, 2022
অষ্টম ISL টুর্নামেন্ট চলছে গোয়ায়।অসমর্থিত সূত্রে খবর,গোয়ায় গত তিন দিনের কোভিড-১৯ সংক্রমণের পজিটিভ (ইতিবাচকতা) কেসের হার হল 45.7%, 45.8% এবং 41.25%৷ পরীক্ষিত প্রতি দ্বিতীয় ব্যক্তি ইতিবাচক, এবং এগুলি কেবলমাত্র RT-PCR পরীক্ষা। বেশিরভাগই র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করছেন এবং নিজেদের বাড়িতেই নিভৃতবাসে বিচ্ছিন্ন করছেন। অসমর্থিত সূত্রের দাবি, এমনকি গোয়াতে, জৈব-সুরক্ষা বলয় বায়ো বাবোলের ভিতরে থাকাও নিরাপদ নয়।
সব মিলিয়ে ইন্ডিয়ান সুপার লিগ (ISL) টুর্নামেন্টের সংগঠক যৌথভাবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) এবং ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL) ম্যাচ স্থগিত করেই সমস্ত দায় ঝেড়ে ফেলতে চাইছে।