বিজেপিকে পথে বসিয়ে উত্তরপ্রদেশ বিধানসভা (UP Election) ভোটে সব আসনে লড়ার সিদ্ধান্ত নিল এনডিএ শরিক জেডিইউ। এর পরেই প্রশ্ন রাজনৈতিক মহলে, পাটনায় দোস্তি রেখে লখনউয়ে মোাদী-নীতীশ কুস্তি করতে নামলেন। বিহারে নীতীশ কুমারের সরকার চলছে বিজেপির সমর্থনে।
বিহারে বিজেপি ও জেডিইউ জোটের মধ্যে চরম ঠান্ডা লড়াই চলছে। সেই লড়াইয়ের কারণেই এবার উত্তরপ্রদেশে সব আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিল নীতীশ কুমারের জেডিইউ বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার জনতা দল ইউনাইটেড (জেডিইউ) সাধারণ সম্পাদক কেসি ত্যাগী লখনউয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন। তার পরেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি।
জেডিইউ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে লড়াই করলে বিজেপির ভোট কাটবে। যোগী তথা বিজেপির ভোট কেটে সপার সুবিধা করে দিতে পারে জেডিইউ, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
মনে করা হচ্ছে, জেডিইউ-এর এই সিদ্ধান্তের পিছনে রয়েছে বদলার রাজনীতি। এর আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কোনওভাবেই উত্তরপ্রদেশে নীতীশ কুমারের দলকে ঠাঁই দিতে চাননি। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আপত্তির কারণেই যোগী তাঁর রাজ্যে নীতীশের সঙ্গে হাত মেলাননি।
বিহার সংলগ্ন পূর্বাঞ্চল উত্তরপ্রদেশে পিছিয়ে পড়া এবং অতি পিছিয়ে পড়া সমাজের উপর বিশেষ প্রভাব আছে জেডিইউয়ের। সম্প্রতি উত্তরপ্রদেশে তিন মন্ত্রী সহ যে ১০ বিধায়ক বিজেপি ছেড়েছেন তাঁরা সকলেই পূর্বাঞ্চলের নেতা।
জেডিইউ প্রার্থীর হয়ে নীতীশ কুমারের প্রচারে লাভ হবে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির। বিজেপির ভোট কাটবে জেডিইউ।নীতীশের এই সিদ্ধান্ত তাই যথেষ্ট উদ্বেগে রেখেছে বিজেপিকে।