East Bengal: লাল-হলুদ হেডকোচ মারিও রিভেরার ভিডিও বার্তা ভাইরাল সামাজিক মাধ্যমে

সোমবার অনুশীলনে নেমে পড়লেন এসসি ইস্টবেঙ্গলের (East Bengal) নব নিযুক্ত হেডকোচ মারিও রিভেরা। সঙ্গে শুভ ঘোষও নামলো। ইন্ডিয়ান সুপার লিগ(ISL) টেবিলে লাল হলুদ বিগ্রেড এখন…

Isl

সোমবার অনুশীলনে নেমে পড়লেন এসসি ইস্টবেঙ্গলের (East Bengal) নব নিযুক্ত হেডকোচ মারিও রিভেরা। সঙ্গে শুভ ঘোষও নামলো। ইন্ডিয়ান সুপার লিগ(ISL) টেবিলে লাল হলুদ বিগ্রেড এখন লাস্ট বয়।১১ ম্যাচ খেলার পরেও জয় অধরা পদ্মা পাড়ের ক্লাবের। জয়ের সরণীতে দলকে ফিরিয়ে আনানোটাই এখন চ্যালেঞ্জ স্প্যানিয়ার্ড মারিও রিভেরার কাছে।

সোমবার প্রথম দিনের অনুশীলনের কিছু মুহুর্ত এবং হেডকোচ মারিও রিভেরার বক্তব্য টুইটারে সংক্ষিপ্ত সময়ের ভিডিও আকারে পোস্ট করে এসসি ইস্টবেঙ্গল।

   

দলের অনুশীলন শেষে নব নিযুক্ত লাল হলুদ বিগ্রেডের হেডকোচ মারিও রিভেরা বলেন,”এটা আমাদের জন্য খুবই কঠিন সময়, কিন্তু আমরা লড়াই করার জন্য প্রস্তুত। আমাদের সমর্থন রাখুন!”

স্প্যানিয়ার্ড হেডকোচ রিভেরা বলেন, “নিষেধাজ্ঞা থাকায় কয়েকদিন ফুটবলাররা অনুশীলন করতে পারেনি। দল খারাপ জায়গায় রয়েছে। ফুটবলারদের কাছে কাজটা কঠিন হলেও আমার বিশ্বাস এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াবে।”

ভাইরাল হওয়া ওই ভিডিও’তে স্প্যানিয়ার্ড হেডকোচকে ফুটবলারদের সঙ্গে কথাবার্তা বলে তাদের কি প্রত্যাশা,কিভাবে তারা গেমপ্ল্যান কষতে চাইছে বিপক্ষ দলের বিরুদ্ধে। পাশাপাশি লীগের লাস্ট বয় হওয়াতে খেলোয়াড়দের মনোভাব মেপে নেওয়ার মুহুর্ত ধরা পড়ে ভাইরাল ভিডিওতে।

এরই মধ্যে একের পর এক ম্যাচ স্থগিত হয়েই চলেছে চলতি ইন্ডিয়ান সুপার লীগে(ISL)। তাই চলতি মাসের ১৯ তারিখে ৬৫ ম্যাচ এফসি গোয়া বনাম এসসি ইস্টবেঙ্গল ম্যাচে বল মাঠে আদৌ গড়ায় কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

অসমর্থিত সূত্রে এমনটা জোরাল দাবি যে,গত বৃহস্পতিবার ওডিশা ম্যাচের দিনে ৩ টি কোভিড -১৯ পজিটিভ কেস ধরা পড়ার পড়েও ওডিশা এফসি বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচ খেলা হয়েছে,১২ জানুয়ারি হয়েছিল এই ম্যাচ। পরের দিন শুক্রবার ম্যাচের ২৪ ঘন্টা আগে এফসি গোয়া দলে ৪ টি নতুন পজিটিভ কোভিড-১৯ রোগী চিহ্নিত হয় এবং ২ জম হোম আইসোলেসনে চলে যায় কোভিড প্রোটকল মেনে। এরপরেও ১৪ জানুয়ারি এফসি গোয়া বনাম নর্থইস্ট ইউনাইটেড ম্যাচ হয়েছে। ১৫ জানুয়ারি, শনিবার ATKMB বনাম BFC ম্যাচ স্থগিত ঘোষিত হয়েছে।এমন আবহে খবর জানা গিয়েছে যে, কেরলা ব্লাস্টার্স এফসি তিন দিন ধরে প্রশিক্ষণে নামে নি।

সোমবার, ১৭ জানুয়ারী ২০২২ অ্যাথলেটিক স্টেডিয়াম বাম্বোলিমে হায়দরাবাদ এফসি বনাম জামশেদপুর এফসি’র মধ্যে ম্যাচ নম্বর ৬৩ স্থগিত করার ঘোষণা করা হয়েছে প্রেস বিবৃতি করে।

ইন্ডিয়ান সুপার লীগ (ISL) টুর্নামেন্টের সংগঠক যৌথভাবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন(AIFF) এবং ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL)। গত রবিবার FSDL’র CEO মার্টিন বেইন ISL টুর্নামেন্টে অংশগ্রহণকারী সমস্ত দলকে ইমেল করেছে কোভিড-১৯ সংক্রমণের জেরে ম্যাচ স্থগিতকরণের ইস্যুতে।

ওই ইমেলে FSDL’র CEO উল্লেখ রয়েছে,”যদি ১৫ জন খেলোয়াড় একটি ম্যাচের জন্য উপলব্ধ না হয়, তাহলে লিগ চেষ্টা করবে এবং পরবর্তী তারিখে ম্যাচের সময়সূচী করার।” শুধুমাত্র কোনও ম্যাচ পুনঃনির্ধারণ সম্ভব না হলে, ওই ম্যাচ ৩-০ স্কোরলাইন ঘোষিত করা হবে।”

একের পর এক ম্যাচ স্থগিত হয়েছে সম্প্রতি চলতি আইএসএল টুর্নামেন্টে। এমন আবহে চলতি লীগ দুই সপ্তাহ পিছিয়ে দিয়ে সংক্রমণের শিকল ভাঙার(break the chain) ইস্যুতে নেটিজেনদের সরব হতে দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমে। নেটিজেনদের মধ্যেও সংক্রমণের শিকল ভাঙা নিয়ে দ্বিমত রয়েছে। বলা হচ্ছে, ৩ সপ্তাহ বিরতি। তাদের (খেলোয়াড়দের) পরিবারের সাথে এক সপ্তাহ সময় দেওয়া হোক। এবং ফলে আর ২ সপ্তাহের বায়ো বাবোলের কঠোর বিধিনিষেধের দরকার হবে না। বেশিরভাগ দেশই আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য ১ সপ্তাহের জন্য টিকা দিচ্ছে।

কিন্তু অসমর্থিত সূত্রে এমনও খবর যে, ISL’ এ অংশগ্রহণকারী খেলোয়াড়েরা চাইবে না ২ সপ্তাহ আবার বায়ো বাবোলের বিধিনিষেধ মেনে দিন যাপনে। সব মিলিয়ে এমন এক বিপর্যয়ের মুখে দাঁড়িয়েও দায়িত্বজ্ঞানহীন ভাবে এবং চরম উদাসীনতার পরিচয় রেখে চলেছে AIFF এবং FSDL কর্তৃপক্ষ। ISL’র ম্যাচ স্থগিত করেই দায় ঝেড়ে ফেলতে চাইছে AIFF- FSDL কর্তৃপক্ষ।