‘ডি-ডি’ জুটিকে সামনে রেখে দল সাজাতে পারেন কুয়াদ্রত

নতুন মরসুমের শুরু থেকে মাঠে ঝড় তুলেছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। কলকাতা ফুটবল লিগের পর ডুরান্ড কাপেও (Durand Cup 2024) জয়ের ধারায় লাল হলুদ…

east bengal fc david

নতুন মরসুমের শুরু থেকে মাঠে ঝড় তুলেছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। কলকাতা ফুটবল লিগের পর ডুরান্ড কাপেও (Durand Cup 2024) জয়ের ধারায় লাল হলুদ ব্রিগেড। ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের পরের ম্যাচ ডাউনটাউন হিরোজ এফসির বিরুদ্ধে।

   

East Bengal FC : দলের জয়টাই সবার আগে, ডুরান্ডে আগামী ম্যাচের আগে ‘হুঙ্কার’ তালালের

কাশ্মীরের ডাউনটাউন হিরোজ এফসি খাতায় কলমে ইস্টবেঙ্গলের তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ধরাশায়ী হয়েছিল হিরোজ। ৭ অগস্ট সন্ধ্যা ৭ টায় যুবভারতী ক্রীড়াঙ্গনে হতে চলেছে ইস্টবেঙ্গল বনাম ডাউনটাউন হিরোজ এফসির মধ্যেকার ম্যাচ।

ইস্টবেঙ্গল ফর্মে থাকলেও চোট সমস্যায় ভুগছে ক্লাব। রিজার্ভ দলের ফুটবলারদের পাশাপাশি প্রথম দলেও রয়েছে চোট আঘাত সমস্যা। চলতি ডুরান্ড কাপের প্রথম ম্যাচে ভারতীয় বায়ুসেনার ফুটবল দলের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়েছিল মশাল বাহিনী। অপ্রত্যাশিতভাবে পিছিয়ে পড়েও পুরো পয়েন্ট ছিনিয়ে নেয় ইস্টবেঙ্গল। মাঠে নেমেই গোল পেয়েছেন দিমিত্রিয়স দিয়ামানটাকোস। ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন ডেভিড।

গতবারের ডুরান্ডে গোলের বন্যা বইয়ে দিয়েছিলেন ডেভিড। মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে তাঁর পারফরম্যান্স দেখার পরেই ডেভিডকে দলে নিয়েছিলেন লাল হলুদ শিবিরের কর্তারা। কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গলের জার্সিতে ডেভিড মাঠে নেমেছিলেন। মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ম্যাচে নেমেছিলেন মাঠে। বড় ম্যাচে জ্বলে উঠতে পারেননি। ডুরান্ডে কি পারবেন? গোল করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন।

Mohun Bagan SG: মোহনবাগানের হ্যাটট্রিক-বয় সালাউদ্দিন এক ম্যাচে করেছিলেন ৭ গোল

অন্য দিকে দিমিত্রি গোলের মধ্যে থাকলেও তাঁর চোট নিয়ে জল্পনা ছিল। ডাউনটাউনের বিরুদ্ধে গ্রিক স্ট্রাইকার খেলতে পারবেন কি না সে ব্যাপারে উঠেছিল প্রশ্ন। সম্প্রতি পাওয়া আপডেট অনুযায়ী, দিমিত্রির চোট গুরুতর নয়। খেলার মতো অবস্থাতে রয়েছেন। ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রত মনে করলে মাঠে নামাতে পারেন তাঁকে। ডেভিডের খেলার সম্ভাবনা প্রবল। দিমিত্রিকেও কাজে লাগাতে পারেন কোচ। আবারও ‘ডি-ডি’ জুটির কাছ থেকে গোল চাইবেন ইস্টবেঙ্গল সমর্থকরা।