UP Election 2022: নির্বাচন কমিশনকে পক্ষপাতদুষ্ট বললেন মুখ্যমন্ত্রী

এবার খোদ জাতীয় নির্বাচন কমিশনকে (Election Commission of India) পক্ষপাতদুষ্ট বললেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (Bhupesh Baghel)। উত্তরপ্রদেশ সহ ৫ রাজ্যে নির্বাচনী দামামা বেজে গিয়েছে।…

UP Election 2022: নির্বাচন কমিশনকে পক্ষপাতদুষ্ট বললেন মুখ্যমন্ত্রী

এবার খোদ জাতীয় নির্বাচন কমিশনকে (Election Commission of India) পক্ষপাতদুষ্ট বললেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (Bhupesh Baghel)। উত্তরপ্রদেশ সহ ৫ রাজ্যে নির্বাচনী দামামা বেজে গিয়েছে। ইতিমধ্যে উত্তরপ্রদেশ নির্বাচনের (UP Election 2022) জন্য কংগ্রেস, বিজেপি প্রার্থী তালিকা পেশ করেছে।

Advertisements

অন্যদিকে রবিবার গৌতম বুদ্ধ নগর পুলিশ আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য নয়ডায় ঘরে ঘরে প্রচার করার সময় ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী এবং অন্যদের বিরুদ্ধে করোনা বিধি লঙ্ঘনের জন্য একটি এফআইআর নথিভুক্ত করেছে। টুইটারে বাঘেল দাবি করেন লোক তার সঙ্গে ছিল, কিন্তু তাদের দেখে একটি ভিড় দেখা দিতে শুরু করে।

   

এদিন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী কংগ্রেস প্রার্থী পাংখুরি পাঠকের (Pankhuri Pathak) হয়ে প্রচার করছিলেন। পাংখুরি পাঠককে নয়ডা আসন থেকে প্রার্থী করেছে ‘হাত’ শিবির। তিনি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের ছেলে পঙ্কজ সিংয়ের (Pankaj Singh) বিরুদ্ধে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Advertisements

এদিকে এফআইআর করা নিয়ে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন। তিনি বলেন, “এফআইআর কেন শুধু আমার বিরুদ্ধে ছিল? নির্বাচনী প্রচার এভাবে কিভাবে হবে? আমরোহায় বিজেপির নির্বাচনী প্রচারের বিরুদ্ধে কেন কোনও এফআইআর করা হয়নি? নির্বাচন কমিশন যথেষ্ট পক্ষপাতিত্ব যে করছে তা শুরু থেকেই বোঝা যাচ্ছে। কমিশন শুধু বিজেপির হয়ে কাজ করে। আমি আবার উত্তরপ্রদেশ যাবো যাব। বিজেপি প্রচার না করলে আমরা কী করব। নির্বাচন কমিশনের উচিত কীভাবে নির্বাচনী প্রচার করা যায় সে সম্পর্কে একটি ডেমো দেওয়া।”