মোহনবাগানে প্রথমবার যোগ দেওয়ার গল্প শোনালেন সুনীল

কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী (Sunil Chhetri) ভারতের প্রাচীনতম দু’টি ক্লাব সেই সময় কলকাতার বড় ক্লাবে খেলার অভিজ্ঞতা কেমন ছিল? প্রশ্ন করা হয়েছিল ‘লালানটপ’-এর এক বিশেষ…

sunil-chetri-on-kolkata

কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী (Sunil Chhetri) ভারতের প্রাচীনতম দু’টি ক্লাব সেই সময় কলকাতার বড় ক্লাবে খেলার অভিজ্ঞতা কেমন ছিল? প্রশ্ন করা হয়েছিল ‘লালানটপ’-এর এক বিশেষ অনুষ্ঠানে। সেখানে ফেলে আসা দিনের কথা বলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক (Sunil Chhetri)।

   

সুনীল (Sunil Chhetri) জানিয়েছেন, ‘আমি যখন কেরিয়ার শুরু করি তখন মোহনবাগান আর ইস্টবেঙ্গলের আলাদা দাপট ছিল। সবারই স্বপ্ন ছিল এই দুই ক্লাবে যোগ দেওয়ার। ফুটবলের জন্য তারা ছিলেন পিঠস্থানের মতো। তবে এখন অনেক কিছুই বদলে গেছে। ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) আসার পর থেকে প্রতিটি রাজ্যের নিজস্ব বড় ক্লাব রয়েছে। মোহনবাগান, ইস্টবেঙ্গল এখনও বড় নাম, তবে অন্যান্য বড় ক্লাবও এসেছে।’

Sunil Chhetri: জন্মদিনে গোল করে দলকে জেতালেন ছেত্রী

মোহনবাগানে যোগ দেওয়া প্রসঙ্গে সুনীল (Sunil Chhetri) এরপর বলেছেন, ‘আজকের সময়ে নাম কামানোর জন্য, অর্থ উপার্জন করার জন্য, ভারতীয় দলে আসার জন্য আরও অনেক সুবিধা রয়েছে। কিন্তু সেই সময় আপনি যদি ভারতের হয়ে খেলতে চান, ভাল অর্থ উপার্জন করতে চান, তাহলে আপনাকে এই বড় ক্লাবগুলিতে যেতে হবে। কাঠামোর দিক থেকে এই বড় ক্লাবগুলোর তখন একচেটিয়া আধিপত্য ছিল। তারা দেশের সেরা প্রতিভাদের দলে নিতে।’ এ ছাড়া মহামেডান স্পোর্টিং ক্লাব, চার্চিল, জেসিটি, ডেম্পো, সালগাঁওকর ক্লাবের নাম উল্লেখ করেছেন সুনীল।

Manu Bhaker: ৩২ বছর ধরে পাকিস্তান যা পারেনি ভারতের মনু ৬ দিনে করে দেখিয়েছেন

সুনীল জানিয়েছেন, ‘একাডেমি থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার ছিল। কাঠামো অনুযায়ী আপনি ১০-১১ মাস ক্লাবে থাকবেন। বিভিন্ন টুর্নামেন্ট খেলবেন। আগে অনেক ঘরোয়া টুর্নামেন্ট হতো। বিষয়গুলো এখন বেশ গোছানো হয়েছে। আইএসএল ৭-৮ মাস চলে। সুপার কাপ আছে, ডুরান্ড কাপ আছে। এই ব্লুপ্রিন্ট নেওয়া হয়েছে প্রিমিয়ার লিগ থেকে। অথবা অন্যান্য দেশ থেকে নেওয়া যারা আরও ভাল করছে।’